হোম /খবর /খেলা /
কেকেআরের নতুন অধিনায়ক হলেন নীতিশ রানা, দেশি ক্যাপ্টেনেই ভরসা নাইটদের

Nitish Rana KKR: কেকেআরের নতুন অধিনায়ক হলেন নীতিশ রানা, দেশি ক্যাপ্টেনেই ভরসা নাইটদের

অধিনায়ক নীতিশ রানা

অধিনায়ক নীতিশ রানা

  • Share this:

কলকাতা: শ্রেয়স আইয়ার চোট পাওয়ার পর কে করবেন কেকেআরের অধিনায়কত্ব এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। অনেকগুলো নাম ভেসে আসছিল। রাসেল, টিম সাউদি এই নামগুলো ছিল তালিকায়। তবে শেষ পর্যন্ত ২০২৩ আইপিএলের জন্য অধিনায়ক হিসেবে নীতিশ রানাকে বেছে নিল কেকেআর ম্যানেজমেন্ট। ২০১৮ সাল থেকে কলকাতার জার্সিতে খেলছেন রানা।

ইডেনে বেশ কিছু মনে রাখার মত ইনিংস রয়েছে তার। গত বছর সেভাবে পারফর্ম করতে পারেননি। এবছর ঘরোয়া ক্রিকেটে ও দিল্লির জার্সিতে তার পারফরম্যান্স এমন কিছু ছিল না। কিন্তু কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত এমন কাউকে চাইছিলেন অধিনায়ক করতে যিনি প্রথম থেকে দলটার সঙ্গে আছেন।

সেক্ষেত্রে নীতিশকেই সেরা পছন্দ মনে হয়েছে তার। বাঁহাতি ব্যাটসম্যানটি এখনো পর্যন্ত আইপিএলে ৯১ ম্যাচ খেলেছেন। মোট ২১৮১ রান করেছেন। গড় ২৯। ১৫ টি হাফ সেঞ্চুরি আছে তার। সর্বোচ্চ স্কোর ৮৭। ব্যাট করার পাশাপাশি প্রয়োজনে অফ স্পিন বল করতে পারেন।

রাসেলকে অধিনায়ক করে বাড়তি দায়িত্ব দেওয়া হয়নি। ক্যারিবিয়ান তারকা যাতে খোলা মনে পারফর্ম করতে পারেন তাই এমন করা হল। নীতীশ জানিয়েছেন কেকেআরের অধিনায়ক হতে পেরে তার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। চেষ্টা করবেন ঘরের মাঠ ইডেন ে ধারাবাহিক পারফরম্যান্স তুলে ধরতে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: IPL 2023, Kkr, Nitish Rana