Home /News /sports /
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০-তে ‘হিট উইকেট’ রাহুল

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০-তে ‘হিট উইকেট’ রাহুল

File Photo

File Photo

প্রেমাদাসায় সোমবার নতুন নজির গড়লেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল ৷

 • Share this:

  #কলম্বো: নিদাহাস ট্রফিতে টানা দ্বিতীয় জয় রোহিতের ভারতের। প্রথম ম্যাচে হারের শোধ তুলে শ্রীলঙ্কাকে হারালেন ৬ উইকেটে। সেইসঙ্গে ফাইনালে ওঠার হাতছানি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৯ ওভারে ব্যাট করে ১৫২ তোলে শ্রীলঙ্কা। মেন্ডিস যতক্ষণ ছিলেন, রানের গতি ছিল ভালই। কিন্তু তিনি ৫৫-তে ফিরতেই রানের গতিতে ব্রেক। শার্দুল পেলেন ৪ উইকেট। সুন্দরের ২ উইকেট। রান তাড়া করতে নেমে আবার ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। ব্যর্থ পন্থের বদলি খেলা রাহুলও। ভারতকে টানে মণীশ পাণ্ডে ও দীনেশ কার্তিকের ৬৮ রানের অপরাজিত পার্টনারশিপ। মণীশ ৪২ ও কার্তিক ৩৯ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকেন।

  কিন্তু এসবের মধ্যেই প্রেমাদাসায় সোমবার নতুন নজির গড়লেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল ৷  প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০-তে ‘হিট উইকেট’ আউট হলেন তিনি ৷ রান আউট হওয়ার থেকে বেঁচে গেলেও তিনি স্টাম্পস-এ হিট করে বসেন ৷ ব্যাকফুটে শট মারতে গিয়েই হিট উইকেট হন তিনি ৷ টি২০-তে রাহুল হলেন বিশ্বের দশম ব্যাটসম্যান যিনি হিট উইকেট হলেন ৷ এর আগে এবি ডেভিলিয়ার্স, মিসবা উল হক এবং দীনেশ চান্দিমলদের মতো ব্যাটসম্যানরাও হিট উইকেট আউট হয়েছেন টি২০-তে ৷

  First published:

  Tags: Hit Wicket, India, KL Rahul, Sri Lanka

  পরবর্তী খবর