• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • মঙ্গলবার শুরু ত্রিদেশীয় সিরিজ, নিজেদের প্রমাণ করার সুযোগ সিরাজ-ওয়াশিংটনদের সামনে

মঙ্গলবার শুরু ত্রিদেশীয় সিরিজ, নিজেদের প্রমাণ করার সুযোগ সিরাজ-ওয়াশিংটনদের সামনে

Photo Courtesy : BCCI

Photo Courtesy : BCCI

রোহিত শর্মার নেতৃত্বে তরুণ ভারতীয় দলই খেলতে গিয়েছে লঙ্কা সফরে ৷

 • Share this:

  #কলম্বো: একের পর এক সিরিজ খেলেই চলেছে ভারত ৷ দক্ষিণ আফ্রিকা সফর শেষ হতে না হতেই এবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলতে রওনা হয়েছে ভারতীয় দল ৷ অধিনায়ক বিরাট কোহলি-সহ অনেকজন সিনিয়র ক্রিকেটারকেই এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ রোহিত শর্মার নেতৃত্বে তরুণ ভারতীয় দলই খেলতে গিয়েছে লঙ্কা সফরে ৷

  মঙ্গলবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল ৷ বিরাট-ধোনিদের অনুপস্থিতিতে তরুণ ব্রিগেডই ভরসা রোহিতের ৷ দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছিল কোহলির ভারত ৷ এবার তাদের দেশে গিয়ে টি২০ সিরিজ জেতাটাই লক্ষ্য রোহিত-রায়নাদের ৷ ত্রিদেশীয় সিরিজের অপর দল হল বাংলাদেশ ৷ ভারতীয় দলে যেমন রোহিত ছাড়াও শিখর ধবন, সুরেশ রায়না, দীনেশ কার্তিকের মতো সিনিয়ররা রয়েছেন, তেমনই ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থদের মতো প্রতিভাবান উঠতি ক্রিকেটাররাও রয়েছেন। অদূর ভবিষ্যতে ভারতের সেরা দলে জায়গা পেতে নিজেদের প্রমাণ করার এটাই সুযোগ এই তরুণদের সামনে।

  First published: