#দোহা: বিশ্বকাপের প্রথম ম্যাচে পেলের রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি। কিন্তু সার্বিয়া বিপক্ষে ব্রাজিলের জয় তার অবদান ছিল অনেকটা। নেইমারকে চোট মুক্ত রাখা আজকের নয়, ব্রাজিলের চিরকালের চ্যালেঞ্জ। চোট প্রবণ খেলোয়াড়দের তালিকায় তিনি সবসময় উপরের দিকে থাকেন। সার্বিয়ার বিপক্ষে আগের ম্যাচটি জেতায় আজ জয় তুলে নিলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে ব্রাজিল। কিন্তু এই ম্যাচে মাঠে থাকবেন না নেইমার।
সার্বিয়ার বিপক্ষে পা মচকে চোটে পড়েছেন ব্রাজিল তারকা। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ আছে। ব্রাজিল তৃতীয় ম্যাচে নেইমারকে মাঠে পেতে মরিয়া। সেটি তাঁর শারীরিক উন্নতির ওপর নির্ভর করছে। আর এই উন্নতির প্রক্রিয়া দ্রুত করতেই ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি।
নেইমারের ফিজিওথেরাপির কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার নিজেই প্রকাশ করেছেন। দ্রুত ব্যথা কমাতে দুই পায়েই এই পোশাক পরতে হয়। দেখতে অনেকটা প্যান্টের মতো। এর সঙ্গে জুড়ে দেওয়া প্রযুক্তি শরীরের ব্যথা কমানোর কাজ করে, যা নাসাতে ব্যবহার করা হয়।
🚨 NASA technology can save Neymar’s World Cup pic.twitter.com/CqlIjAqwHy
— MegaNews Updates (@MegaNewsUpdates) November 28, 2022
তবে শুধু ব্যথা নয়, আঘাত পাওয়া জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক রাখা, ফোলা কমানো, ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন ও ক্র্যাম্প কমানোর কাজও করে এ প্রযুক্তি। এই চোট নিয়ে নেইমার আগেই ইনস্টাগ্রামে বলেছেন, জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতলে নেইমারকে হয়তো ক্যামেরুনের বিপক্ষে খেলানোর ঝুঁকি না–ও নেওয়া হতে পারে।
কিন্তু এর বাইরে কোনো ফল হলে চোট পাওয়া নেইমারের দ্বারস্থ হতে পারে ব্রাজিল। ব্রাজিল ফুটবল দল জানে বিশ্বকাপের কঠিন সময় মাঠে নেইমার থাকলে তাদের কাজ অর্ধেক সহজ হয়ে যায়। কিন্তু পাশাপাশি নেইমারের ক্যারিয়ার মাথায় রাখতে হয়। কিন্তু দেশকে বিশ্বকাপ দেওয়ার জন্য এবার সব ব্যথা নিতে তৈরি নেইমার দা সিলভা। সাম্বা কিং কিন্তু বিশ্বকাপ পেতে মরিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fifa world Cup 2022, Neymar