#দুবাই: মহেন্দ্র সিং ধোনি দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন স্ত্রী সাক্ষীর জন্মদিন উপলক্ষ্যে৷ অন্যদিকে সদ্য বিবাহিত যুজবেন্দ্র চাহালও হানিমুন সারতে মরুশহরে এসেছেন ধনশ্রী বর্মাকে নিয়ে৷ ধোনির সঙ্গে দেখা হয়ে গেল চাহালের৷
চাহালের মনে আলাদা জায়গা জুড়ে রয়েছেন ধোনি৷ একাধিকবার চাহাল বলেছেন, উইকেটের পিছন থেকে মাহির টিপসেই তিনি বাজিমাত করেছেন৷ ধোনির ফ্যান বলেই নিজের পরিচয় দেন৷ কয়েক মাস আগে আইপিএলের সৌজন্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে ধোনির সঙ্গে চাহালের দেখা হয়েছিল৷
View this post on Instagram
ফের একবার প্রাক্তন সতীর্থকে পেয়ে আর আনন্দ ধরে রাখতে পারলেন না তিল্লি (এই নামেই চাহালকে ডাকেন ধোনি)৷ ধোনি-সাক্ষীর সঙ্গে ইনস্টাগ্রামে ধনশ্রীকে নিয়ে ছবি পোস্ট করলেন চাহাল৷ ক্যাপশন দিলেন "অত্যন্ত আনন্দিত ও ধন্য"৷ করোনা আবহেই বাগদান সেরে ফেলেছিলেন কোহলির দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই দেশে ফিরে আসেন চাহাল৷ তারপরই বিয়েটা সেরে নেন তিনি৷
View this post on Instagram
চাহাল ঘরণী পেশায় চিকিৎসক এবং পেশাদার কোরিওগ্রাফারও বটে৷ এমনকী ইউটিউবারও তিনি৷ Dhanashree Verma Company এই নামে রয়েছে তাঁর নিজস্ব ডান্স কোম্পানিও ৷ ইউটিউবে সেই চ্যানেলের রয়েছে ১.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার৷ দু'জন মিলে এখন চুটিয়ে মধুচন্দ্রিমা উপভোগ করছেন৷ চাহাল আর ধোনিকে আবার এক সঙ্গে দেখে আনন্দ পেয়েছেন ফ্যানেরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni, Yuzvendra Chahal