• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • দুবাইয়ে হানিমুনে গিয়ে ধোনির সঙ্গে দেখা হয়ে গেল চাহালের

দুবাইয়ে হানিমুনে গিয়ে ধোনির সঙ্গে দেখা হয়ে গেল চাহালের

দুবাইয়ে হানিমুনে গিয়ে ধোনির সঙ্গে দেখা হয়ে গেল চাহালের

দুবাইয়ে হানিমুনে গিয়ে ধোনির সঙ্গে দেখা হয়ে গেল চাহালের

মহেন্দ্র সিং ধোনি দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন স্ত্রী সাক্ষীর জন্মদিন উপলক্ষ্যে৷ অন্যদিকে সদ্য বিবাহিত যুজবেন্দ্র চাহালও হানিমুন সারতে মরুশহরে এসেছেন ধনশ্রী বর্মাকে নিয়ে৷ ধোনির সঙ্গে দেখা হয়ে গেল চাহালের৷

 • Share this:

  #দুবাই: মহেন্দ্র সিং ধোনি দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন স্ত্রী সাক্ষীর জন্মদিন উপলক্ষ্যে৷ অন্যদিকে সদ্য বিবাহিত যুজবেন্দ্র চাহালও হানিমুন সারতে মরুশহরে এসেছেন ধনশ্রী বর্মাকে নিয়ে৷ ধোনির সঙ্গে দেখা হয়ে গেল চাহালের৷

  চাহালের মনে আলাদা জায়গা জুড়ে রয়েছেন ধোনি৷ একাধিকবার চাহাল বলেছেন, উইকেটের পিছন থেকে মাহির টিপসেই তিনি বাজিমাত করেছেন৷ ধোনির ফ্যান বলেই নিজের পরিচয় দেন৷ কয়েক মাস আগে আইপিএলের সৌজন্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে ধোনির সঙ্গে চাহালের দেখা হয়েছিল৷

  ফের একবার প্রাক্তন সতীর্থকে পেয়ে আর আনন্দ ধরে রাখতে পারলেন না তিল্লি (এই নামেই চাহালকে ডাকেন ধোনি)৷ ধোনি-সাক্ষীর সঙ্গে ইনস্টাগ্রামে ধনশ্রীকে নিয়ে ছবি পোস্ট করলেন চাহাল৷ ক্যাপশন দিলেন "অত্যন্ত আনন্দিত ও ধন্য"৷ করোনা আবহেই বাগদান সেরে ফেলেছিলেন কোহলির দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই দেশে ফিরে আসেন চাহাল৷ তারপরই বিয়েটা সেরে নেন তিনি৷

  চাহাল ঘরণী পেশায় চিকিৎসক এবং পেশাদার কোরিওগ্রাফারও বটে৷ এমনকী ইউটিউবারও তিনি৷ Dhanashree Verma Company এই নামে রয়েছে তাঁর নিজস্ব ডান্স কোম্পানিও ৷ ইউটিউবে সেই চ্যানেলের রয়েছে ১.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার৷ দু'জন মিলে এখন চুটিয়ে মধুচন্দ্রিমা উপভোগ করছেন৷ চাহাল আর ধোনিকে আবার এক সঙ্গে দেখে আনন্দ পেয়েছেন ফ্যানেরা৷

  Published by:Subhapam Saha
  First published: