#ইন্দৌর: প্রথম ইনিংসে ৫৫৭ রান বোর্ডে ওঠার পরেই একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছিল, যে এই ম্যাচ আর হারছে না ভারত ৷ সোমবার তৃতীয় দিনের শেষে যা দাঁড়াচ্ছে, তাতে এই ম্যাচ কোহলিরা না জিতলেই অস্বাভাবিক হবে ৷
আগের দিন একটাও উইকেট না হারালেও আজ, সোমবার গোটা একটা দিন ব্যাট করতে পারল না নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা ৷ সৌজন্যে অবশ্যই ভারতীয় দলের এক নম্বর বোলার রবীচন্দ্রন অশ্বিন ৷ চলতি সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি ৷ এদিনও নিলেন ৬টি উইকেট ৷ তামিলনাডুর স্পিনারের দাপটে প্রথম ইনিংস ২৯৯ রানেই শেষ নিউজিল্যান্ডের ৷ জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৮ রান ৷ সব মিলিয়ে এখনই ২৭৬ রানে এগিয়ে রয়েছে ভারত ৷
বিনা উইকেটে ২৮ রান নিয়ে এদিন খেলতে নামে নিউজিল্যান্ড৷ ওপেনিং জুটিতে মার্টিন গাপ্তিল ও টম ল্যাথাম ১১৮ রান করেন৷ গাপ্তিল ৭২ রান করেন৷ ল্যাথাম করেন ৫৩ রান৷ এরপরই শুরু হয় অশ্বিনের দাপট ৷ একমাত্র জিমি নিশাম (৭১) রান করা বাদে আর বলার মতো রান পাননি কেউই ৷ অশ্বিন ৬ উইকেট ছাড়া দু’উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ৷