WTC 2021: সবার আগে ফাইনালে নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে হারাতেই হবে বিরাটদের

New Zealand First Team to Qualify For World Test Championship Final After Australia Postpone Tour of South Africa

দক্ষিণ আফ্রিকায় (South Africa) করোনার (Covid-19) দ্বিতীয় ওয়েভের কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া (Australia) সেদেশে টেস্ট সফর বাতিল করল৷ পয়েন্ট টেবিলে প্রথম দুয়ে থাকার সুবাদে কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand) সবার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final) পৌঁছে গেল৷

 • Share this:

  #দুবাই: দক্ষিণ আফ্রিকায় (South Africa) করোনার (Covid-19) দ্বিতীয় ওয়েভের কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া (Australia) সেদেশে টেস্ট সফর বাতিল করল৷ পয়েন্ট টেবিলে প্রথম দুয়ে থাকার সুবাদে কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand) সবার আগে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final) পৌঁছে গেল৷ আগামী ১৮ জুন লর্ডসে (Lords) তাঁদের মাঠা নামা নিশ্চিত৷

  এখন প্রশ্ন ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে খেলবে কোন দল? বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India), টিম পেইনের (Tim Paine) অস্ট্রেলিয়া (Australia) নাকি জো রুটের (Joe Root) ইংল্যান্ড (England)? অজিরা যে, লড়াইয়ের বাইরে সেকথা বলা যাচ্ছে না এখনই৷ তবে ভারত ও ইংল্যান্ডের জন্য সমীকরণটা সহজ৷ নিজেদের ঘরের মাঠে কোহলিরা চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রুটদের বিরুদ্ধে৷ ভারত ২-০ জিতলেই লর্ডসে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে৷ অন্যদিকে ইংল্যান্ড ৩-০ জিতলে ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে৷ সেক্ষেত্রে বিশ্বকাপের পর ফের একবার মুখোমুখি হতে পারে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল৷

  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনও পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ১১টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে উইলিয়ামসন অ্যান্ড কোং। ৪টি ম্যাচ হেরেছে তারা। ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়িরা। তাসত্ত্বেও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড৷ যদিও পয়েন্টের নিরীখে টেবিলের মগডালে ভারত৷ কিন্তু ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজে একটিমাত্র ম্যাচ জিতলেও বিরাটদের ফাইনাল খেলা হবে না৷ টিকিট চূড়ান্ত করতে গেলে ইংল্যান্ডকে ন্যূনতম ২-০ ব্যবধানে হারাতেই হবে৷ রুটদের জন্যও একই নিয়ম প্রায়৷ শুধু ব্যবধান হতে হবে ৩-০৷

  ভারত - ৭১.৭%

  বাকি ম্যাচ: ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের হোম সিরিজ

  ফাইনাল নিশ্চিত করতে হলে ভারতকে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচের হোম সিরিজ কমপক্ষে দুই ম্যাচের ব্যবধানে জিততে হবে। যদি তারা একটি টেস্ট হেরে যায়, তবে তাদের জন্য তিনটি ম্যাচ জিততে হবে (৪-০, ৩-০, ১-১ বা ২-০), ইংল্যান্ডের বিপক্ষে ০-৩ বা ০-৪ ব্যবধানে পরাজিত হলে ফাইনালের আশা শেষ ভারতের৷ বাকিদের ফলাফল গুরুত্বহীন হয়ে যাবে৷

  ইংল্যান্ড - ৬৮.৭% বাকি ম্যাচ: ভারতে চারটি টেস্ট চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের ফাইনালে ওঠার সেরা সুযোগটি হ'ল ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজটি ৩-০ বা ৪-০ ব্যবধানের ব্যবধানে জেতা। অন্য যে কোনও ফলাফল হলেই ইংল্যান্ডের পক্ষে ঘরের মাঠে খেলাটা অসম্ভব হয়ে যাবে৷ অস্ট্রেলিয়া - ৬৯.২% বাকি ম্যাচ: ০

  ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে ফাইনাল টেস্ট হেরে অস্ট্রেলিয়া ৯.২% পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমেছে। ফাইনালে জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়াকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটির মধ্যে কমপক্ষে দুটি টেস্ট জিততে হতই এবং কোনও ভাবেই হারা যেত না। কিন্তু তা এখন ভাবা অর্থহীন৷ কারণ সিরিজটা হবে রামধনু দেশের মাটিতে৷ তবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ফলাফলের ওপর টিম পেইনদের ভাগ্য নির্ভর করছে৷ ভারত যদি সিরিজটি ১-০ ব্যবধানে জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে৷ সিরিজটিতে ২-২, ১-১, ০-০ ড্র হলে অস্ট্রেলিয়ার পক্ষে তা অনুকূল এবং ইংল্যান্ডের যদি ১-০, ২-১, ২-০ ব্যবধান জেতে তাহলেও অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে৷

  Published by:Subhapam Saha
  First published: