#দোহা: ইউরোপীয়দের বিপক্ষে ইকুয়েডরের সাম্প্রতিক বিশ্বকাপ স্মৃতি খুব সুখকর নয়। শেষ চার ম্যাচে জয় নেই একটিও (১ ড্র, ৩ হার); ৬ গোল হজমের বিপরীতে শোধ মাত্র ১টি। এমন অস্বস্তিকর অতীতের পরও নেদারল্যান্ডসকে যেন হুমকিই দিয়ে রেখেছিল ইকুয়েডর। সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারলে ইকুয়েডর কেন নেদারল্যান্ডসকে নয়!
ইকুয়েডর গোলকিপার এরনান গালিন্দেজ এমন আশা প্রকাশ করেছিলেন। তবে এটা সত্যি কথা নেদারল্যান্ডস সেনেগালের বিরুদ্ধে জয় পেলেও খুব একটা নজর করা ফুটবল খেলতে পারেনি আগের দিন। তবুও আজ জিততে পারলেই শেষ ষোলোয় যাওয়ার ব্যাপারে এক পা এগিয়ে রাখার গ্যারান্টি ছিল কমলা জার্সিধারীদের।
অন্যদিকে তৈরি ছিলেন ইকুয়েডার অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। তিনিও জোড়া গোল করেছিলেন কাতারের বিপক্ষে। ৫-৩-২ ফর্মেশন দল নামিয়েছিলেন ভ্যান গাল। তিনটি পরিবর্তন করেছিলেন প্রথম ম্যাচ থেকে। ৫-৪-১ ছকে নেমেছিল ইকুয়েডর। ম্যাচের মাত্র ছয় মিনিটে এগিয়ে গেল নেদারল্যান্ডস। বল বাড়িয়ে ছিলেন ক্লাসেন। কোডি গ্যকপো বা পায়ের রকেট শটে লক্ষ্যভেদ করেন।
কিন্তু গোল খেয়ে গুটিয়ে যায়নি ইকুয়েডর। নেদারল্যান্ডের দাপট ছিল প্রথম কুড়ি মিনিট। তারপর প্রথমার্ধের বাকিটা জুড়ে শুধুই ইকুয়েডর। এস্টুপিনান, কাইসেদো, প্রেসিয়াদোরা অসম্ভব পরিশ্রম করলেন সারা মাঠ জুড়ে। অভিজ্ঞ ডাচদের অবস্থা তখন রীতিমতো ব্যাকফুটে।
দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মধ্যেই সমতা ফিরিয়ে আনল ইকুয়াডার। এস্টুপিনান জোরালো শট করেন, সেই বল ফিরে এলে অধিনায়ক ভ্যালেন্সিয়া গোল করতে ভুল করেননি। এরপর প্লাতার শট পোস্টে না লাগলে এগিয়ে যেতে পারত লাতিন আমেরিকান দলটি। তাদের আরো একটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকে ভ্যান গাল ডিপেকে নামিয়েছিলেন। কিন্তু তাকেও বোতলবন্দী করে ফেলল ইকুয়েডার ডিফেন্স। এই বিশ্বকাপের অন্যতম তরুণ দল ইকুয়েডর সেটা বোঝাই যাচ্ছিল তাদের দৌড় আর দৌড় দেখে। শেষ পর্যন্ত আর কেউ গোল করতে পারেনি। ম্যাচের সেরা ইকুয়েডর দলের এস্তুপিনান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fifa world Cup 2022, Netherlands