corona virus btn
corona virus btn
Loading

সেরা হতে হলে ঘরের মাঠের পাশাপাশি বিদেশেও সিরিজ জিততে হবে: বিরাট

সেরা হতে হলে ঘরের মাঠের পাশাপাশি বিদেশেও সিরিজ জিততে হবে: বিরাট
Photo: BCCI

ভারতীয় দল যে এখন বিশ্বের বাকি দলগুলির চেয়ে ফর্মের বিচারে অনেকাংশেই এগিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

  • Share this:

#বেঙ্গালুরু: টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া শেষপর্যন্ত থেমেছে বেঙ্গালুরুতে ৷ সিরিজে টানা তিন ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া দল ৷ কয়েক বছরের মধ্যেই চিত্রটা যেন সম্পূ্র্ণ বদলে গিয়েছে ৷ এককালের স্টিভ ওয় বা রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া দলের মতোই এখন অপ্রতিরোধ্য দেখাচ্ছে বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে ৷ টানা দশটা ম্যাচ হয়তো জেতা হল না , কিন্তু ভারতীয় দল যে এখন বিশ্বের বাকি দলগুলির চেয়ে ফর্মের বিচারে অনেকাংশেই এগিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

ভারত অধিনায়ক বিরাট কোহলিও মনে করেন এই ভারতীয় দলের সেরা ওয়ান ডে দল হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ৷কিংবদন্তী সুনীল গাভাস্করও জানিয়েছিলেন, এই দলেরই বিশ্বের সেরা দল হওয়ার ক্ষমতা রাখে ৷ তবে এর জন্য দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সমান ভাল পারফরম্যান্স করতে হবে বলে মনে করেন বিরাট ৷ বেঙ্গালুরুতে চতুর্থ ওয়ান ডে-র পর বিরাট বলেন, ‘‘সুনীল গাভাস্করের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এ রকম প্রশংসা পেতে ভালই লাগে। উনি গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে অনেক কাছ থেকে দেখছেন। তবে এখনও অনেকটা পথ যেতে হবে আমাদের। এখন আমরা ঘরের মাঠে খেলছি। বিদেশে অচেনা পরিবেশে গিয়েও যদি আমরা একই রকম পারফরম্যান্স দেখাতে পারি, তা হলে বুঝব আমরা সেই জায়গায় রয়েছি।’’

First published: September 30, 2017, 11:43 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर