#চট্টগ্রাম: বিকালের আলোয় করতালির আওয়াজ ভেসে আসছিল। তামিম ইকবাল ও মাহমুদুল হাসানের ব্যাটিংয়ে দর্শকদের সন্তুষ্ট মনে হলো। ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনের খেলার শেষ ভাগে উইকেট হারানোর ‘বদঅভ্যাস’ এড়িয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছেন দুই ওপেনার।
তবে মাথায় থাকবে কালকের দিনটা—এই টেস্টের মাস্তুল কোন পথে কে পরিচালনা করবে, তা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে কাল তৃতীয় দিনের খেলায়। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ৩২১ রানে পিছিয়ে বাংলাদেশ। তামিম-মাহমুদুল জানেন, কাজ কেবল শুরু। শেষের আগে এখনো অনেক পথ। ৫ চারে ৬৬ বলে ৩১ রানে অপরাজিত মাহমুদুল। ৪ চারে ৫২ বলে ৩৫ রানে অপরাজিত তামিম।
নিজেদের প্রথম ইনিংসে ১৫৩ ওভারে ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় দিনে ৬৩ ওভার টিকেছে শ্রীলঙ্কার ইনিংস, ৬ উইকেটে রান উঠেছে ১৩৯। বোলারদের প্রশংসা তাই করতেই হয়। বিশেষ করে নাঈম হাসান—১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে করেছেন টেস্টে নিজের সেরা বোলিং; ৩০-৪-১০৫-৬। সাকিব ৬০ রানে ৩ উইকেট নেন।
জহুর আহমেদ চৌধুরীর ব্যাটসম্যানবান্ধব বাইশ গজে পেসারদের উইকেট নেই, ১০টি উইকেট ভাগ করেছেন তিন স্পিনার।অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুস-দিনেশ চান্দিমাল ১৩৬ রানের জুটি গড়ে তরতর করে এগিয়ে যাচ্ছিলেন। ফিল্ডিং পরিবর্তন করে চান্দিমালকে রিভার্স সুইপের লোভে ডুবিয়ে জুটি ভাঙেন নাঈম।Stumps day 2: Bangladesh trail by 321 runs. #BCB #Cricket #BANvSL pic.twitter.com/QkrTAWey1k
— Bangladesh Cricket (@BCBtigers) May 16, 2022
নাঈম এসে আসিতাকে বোল্ড করার তিন ওভার পরই ধৈর্যচ্যুতি ঘটে ম্যাথুসের। ওপাশে বিশ্ব ফার্নান্দো থাকলেও নাঈমকে স্লগ টানতে গিয়ে ক্যাচ দেন। মাত্র ১ রানের জন্য দ্বি-শতক পাননি, আউট হন ১৯৯ রানে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh cricket team