#অমৃতসর: ১৯৮৮ সালে পাটিয়ালার শেরনালায় উত্তজিত হয়ে এক ব্যক্তিকে প্রহার করেছিলেন নভজ্য়োৎ সিং সিধু ও তার সঙ্গী রূপীন্দর সিং সন্ধু, পরে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তির মৃত্য়ু হয়েছিল ৷ এমনই অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে ৷ পরে মামলা ওঠে আদালতে ৷ সেই মামলায় আজ পঞ্জাবের মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুকে বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
এর আগে পঞ্জাব ও হরিয়ানা আদালত প্রাক্তন এই তারকা ক্রিকেটারকে দোষী সাবস্ত করে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল, হয়েছিল আর্থিক জরিমানাও ৷
আরও পড়ুন :ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাগনান, ২০টি বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা
পরে সিধু সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহেই সিধু ও তাঁর দলের ভাবমূর্তিকে স্বচ্ছ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পরে এখনও পর্যন্ত নভজ্য়োৎ সিং সিধুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Navjot Singh Sidhu, Red Rose case, Supreme Court, Verdict