কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলা নামিবিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা দল । বলা ভালো, বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করবে আফ্রিকার এই দেশ । নামিবিয়ার বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা দল । টি-টোয়েন্টি ফরম্যাটে প্রস্তুতি ম্যাচগুলো হবে । সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে নামিবিয়া সফরে যাবে বাংলা ক্রিকেট দল।
অনুষ্টুপ মজুমদারদের এই সফরে মোট ক’টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে তা এখনও চূড়ান্ত নয় । তবে আফ্রিকার এই দেশের সফরের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত । বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নামিবিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে কয়েকটি ম্যাচ আয়োজনের প্রস্তাব আসে। বোর্ড মারফত প্রস্তাব এসে পৌঁছায় সিএবি-তে। সিএবি কর্তারা রাজি হয়ে যান বাংলা দল নিয়ে নামিবিয়া সফরের জন্য । সাম্প্রতিক সময়ে কোনও দেশের প্রধান দলের বিরুদ্ধে এরকম প্রস্তুতি ম্যাচ বাংলা খেলেছে বলে মনে করতে পারছেন না সিএবি কর্তারা।
আরও পড়ুন : ক্রীড়াক্ষেত্রে বড়সড় পদক্ষেপ! সাউথ আফ্রিকার টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজি কিনল রিলায়েন্স
বাংলা দলের নামিবিয়া সফরের খবরে শিলমোহর দেন সভাপতি অভিষেক ডালমিয়া । তিনি জানান, '"নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপের আগে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী তারা। সেই কারণেই আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। বাংলা দল নামিবিয়া গিয়ে কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। দিন কয়েকের মধ্যেই ম্যাচের তারিখগুলো চূড়ান্ত হয়ে যাবে৷’’
আরও পড়ুন : বিরাট, রোহিতদের পেছনে ফেলে আইসিসির তালিকায় দাপট পাকিস্তান, বাংলাদেশের
বুধবার বৈঠক করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ বঙ্গ ক্রিকেটের শীর্ষকর্তারা । সেই বৈঠকেই নামিবিয়া সফরের বিষয়টি চূড়ান্ত হয় । সিএবির তরফে বলা হয়েছে, সম্পূর্ণ শক্তিশালী দল নিয়ে সফরে বাংলা দল যাবে । শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপে ছিল নামিবিয়া । নক আউট পর্বে উঠতে না পারলেও টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে এবং মূল পর্বে ভারত, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে যথেষ্ট আকর্ষণীয় পারফরম্যান্স করে দেশটি ।
এই সফর থেকে বাংলা ক্রিকেটের উন্নতি হবে বলেই মনে করছেন সিএবি কর্তারা । অভিজ্ঞতা বাড়বে বলে মনে করছেন ক্রিকেটাররা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAB, Cricket, ICC, ICC T20 World Cup