#কলকাতা: ১৫ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের ইতি ১৫ই অগাস্টে। নিজের অবসরের জল্পনা নিয়ে মুখ খোলেননি কখনও। স্বাধীনতা দিবসে আচমকাই হেলিকপ্টার শট। গুডবাই আন্তর্জাতিক ক্রিকেট। শনিবার সন্ধে ৭টা ২৯ মিনিটে ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা মহেন্দ্র সিং ধোনির।
স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামে চমক দিয়ে অবসর ঘোষণা মাহির। তবে চেন্নাই সুপারকিংসের হয়ে আইপিএল খেলবেন ধোনি। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এবং ক্রিকেটারের কোনও বিদায়ী ম্যাচ না খেলেই আচমকা অবসর ঘোষণায় স্বভাবতই মন খারাপ ক্রিকেটপ্রেমীদের ৷ জাতীয় দলের জার্সি গায়ে আর কখনও মাঠে দেখা যাবে না এমএসডি-কে ৷
ধোনির অবসর ঘোষণায় একদিকে যেমন ভক্তদের চোখে জল, অন্য দিকে তাঁর দীর্ঘ ক্রিকেটজীবনকে কুর্নিশ জানিয়েছেন তাঁর অগ্রজ-অনুজরা। ট্যুইটারে একের পর এক বিদায়ী অভিবাদন। এ দিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন সচিন তেন্ডুলকর। শনিবার সন্ধেয় সচিন ট্যুইটারে লেখেন, "Your contribution to Indian cricket has been immense, @msdhoni," অর্থাৎ, " ধোনি, ভারতীয় ক্রিকেটের জন্যে তোমার অবদান অপরিসীম।"
Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020
ক্যাপ্টেন কুলের আচমকা অবসর ঘোষণায় আবেগপ্রবণ কোহলি সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দিলেন তাঁর হৃদয় ৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে তুলে দিয়েছিলেন যে সতীর্থ, তাঁর বিদায়ে মন খারাপ বিরাটের ৷ কোহলি-ধোনি এই অসামান্য জুটির ক্যামেরাবন্দি একের পর এক মুহূর্ত শেয়ার করে ভারতীয় অধিনায়ক তাঁর ক্যাপ্টেন কুল-এর জন্য লিখলেন, ‘‘সব ক্রিকেটারকেই একদিন না একদিন সফর শেষ করতেই হয়, তবু এত কাছ থেকে যাকে দেখেছি, সে যখন এই সিদ্ধান্ত ঘোষণা করে তখন তো আরও বেশি মন খারাপ হয় ৷’’
From “India A” to “The India” our journey has been full of question marks, commas, blanks & exclamations. Now as you put a full stop to your chapter, I can tell u from experience that the new phase is as exciting and there’s no limit to DRS here!!! Well played @msdhoni @BCCI
— Gautam Gambhir (@GautamGambhir) August 15, 2020
For Indian Cricket, some shoes will never be filled. One of them is Mahi bhai #MSDhoni #dhoniretires pic.twitter.com/SRcsA3E0jq
— Pragyan Ojha (@pragyanojha) August 15, 2020
Captain. Leader. Legend. Thanks Mahi bhai for everything you have done for the country! 🇮🇳 #MSDhoni pic.twitter.com/IhcF6FAicL
— Shikhar Dhawan (@SDhawan25) August 15, 2020
History has a long list of legends who made a mark on something special. MS Dhoni enters that list. Thanks for the great memories. #cricket. https://t.co/mHj850wjj3
— Brad Hogg (@Brad_Hogg) August 15, 2020
It was a privilege to have played with a friend and a cricketer who gave many laurels to our country on the cricketing field, very very greatly done on your career @msdhoni #dhoniretires pic.twitter.com/ksfbedyDnQ
— Irfan Pathan (@IrfanPathan) August 15, 2020
Congratulations on a wonderful career @msdhoni !You were one of the best captains ever to step onto a cricket field & I m blessed to have shared some special moments with you! I wish you and your family the same success in your next innings! #MSDhoni pic.twitter.com/uH0qoJcNyi
— Kris Srikkanth (@KrisSrikkanth) August 15, 2020
The legend retires in his own style as always, @msdhoni bhai you have given it all for the country. The champions trophy triumph, 2011 World Cup and the glorious @ChennaiIPL triumphs will always be etched in my memory. Good luck for all your future endeavours. #MSDhoni
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 15, 2020
ইরফান পাঠান থেকে গৌতম গম্ভীর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে ব্র্যাড হগ ৷ ধোনির অবসর ঘোষণায় প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন ৷ প্রত্যেকেই ট্যুইট করে এদিন নিজেদের মনে কথা জানান ৷ নিজস্ব সেই ‘মাহি’ ভঙ্গিতেই নিঃশব্দে অবসর ঘোষণা করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছিলেন।এ বার থেমে গেল নীল জার্সিতে যাত্রাও। থাকছে শুধু আইপিএলের হলুদ চেন্নাই জার্সি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni