নয়াদিল্লি: ভরা আইপিএল মরশুম। তার মধ্যে এমন কথা বলে ফেললেন কেএল!
ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল জানিয়েছেন, তাঁর মা ২৭ বছর ধরে তাঁকে একটি ব্যাপারে মিথ্যে বলে গিয়েছেন। এবার সেই রহস্য থেকে পর্দা তুললেন কেএল রাহুল নিজেই।
ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল জানিয়েছেন, কীভাবে তাঁর মা 'রাহুল' নাম রাখার কারণ হিসেবে তাঁকে মিথ্য়ে বলে গিয়েছেন। কে এলের মা তাঁকে জানিয়েছিলেন, বলিউড তারকা শাহরুখ খানের ভক্ত ছিলেন তিনি। তাই শাহরুখের অন-স্ক্রিন চরিত্র রাহুলের নামানুসারে ছেলের নামকরণ হয়েছিল।
আরও পড়ুন- এতদিন ছিলেন সবার নয়নের মণি, এখন সেই ক্যাপ্টেন কি না জোকার! হলটা কী রাহুলের!
নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (LSG)-র অধিনায়ক রাহুল। তাঁর নামের পিছনে একটি আকর্ষণীয় গল্প রয়েছে। যদিও রাহুল নামটা কমন। এদেশে রাহুল নামের হয়তো কয়েক কোটি মানুষ রয়েছেন।
রাহুল বলছিলেন, 'আমার নাম সম্পর্কে আমার মা বলেছিলেন, তিনি শাহরুখ খানের বড় ভক্ত ছিলেন। নয়ের দশকে রাহুল নামে শাহরুখ খান অনেক ছবিতে অভিনয় করেছিলেন। তাই আমার নাম রাখা হয়েছিল রাহুল। মা-ই নামটা রেখেছিলেন। তবে পরে জানতে পারি, সেটা একেবারে মিথ্যে কথা।
২৯ বছর বয়সী কেএল রাহুল বলেছেন, আমার এক বন্ধু আমাকে জানায়, ১৯৯৪ সালে শাহরুখ খানের সিনেমায় প্রথম তাঁর নামকরণ হয় রাহুল। এদিকে ১৯৯২ সালে আমার জন্ম। তাই শাহরুখের অন স্ক্রিন নামানুসারে আমার নামকরণ, এটা একেবারে ভুল কথা। তখন আমি মাকে জিজ্ঞেস করি আসল সত্যিটার ব্যাপারে। মা তখন বলে, ছাড় না। এখন আর কী আসে যায়!
আরও পড়ুন- বিয়ের রাতে 'জুতো চুরি'! সোজা থানায় চলে গেলেন অজি তারকা ম্যাক্সওয়েল!
এলএসজি অধিনায়ক বলেছেন, তাঁর বাবা সুনীল গাভাসকরের বড় ভক্ত ছিলেন। যেহেতু গাভাস্কার তার ছেলের নাম রোহন রেখেছিলেন, তাই আমার বাবাও ছেলের নাম 'রোহন' রাখতে চেয়েছিলেন। কিন্তু বাবা রোহনকে রাহুল শুনে গুলিয়ে ফেলেন। তাই আমার নাম রোহন রাখতে গিয়ে ভুল করে রাহুল রেখে ফেলেন।
গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট কেএল রাহুলের উত্থান চোখে পড়ার মতো। টিম ইন্ডিয়াকে অনেক ম্যাচ জিতিয়েছেন একার হাতে। তবে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।