#ইন্দৌর: মাত্র চার বলে ম্যাচ শেষ করে দিলেন মুম্বাইয়ের ওপেনাররা। তখনও পড়ে ছিল ইনিংসের ২৯৬ বল। ক্রিকেট এমনিতেই অনিশ্চয়তায় ভরপুর খেলা। অনেকে বলেন, এক বলের খেলা। আর তাই ক্রিকেটে কখনও-সখনও এমন কিছু কাণ্ড ঘটে যায় যা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। এই যেমন মুম্বাই বনাম নাগাল্যান্ড ম্যাচের কথাই ভাবুন। এই ম্যাচে যা কাণ্ড ঘটল তা শুনে হয়তো আপনিও বিশ্বাস করবেন না।বিসিসিআইয়ের সিনিয়র মহিলা ওয়ান-ডে ট্রফি ম্যাচ চলছিল ইন্দৌরের হোলকার স্টেডিয়ামে। মুখোমুখি হয়েছিল নাগাল্যান্ড ও মুম্বাই। প্রথমে ব্যাটিং করে নাগাল্যান্ড মাত্র ১৭.৪ ওভার খেলে ১৭ রান তোলে। নাগাল্যান্ড দলের ছজন ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি। ইনিংসের মোট ১৭টি ওভারের মধ্যে নটি মেডেন যায়। নাগাল্যান্ডের একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের কোটায় রান করতে পারেননি। বলাবাহুল্য, মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের এই ম্যাচটা জেতা ছিল মাত্র সময়ের অপেক্ষা। হলও তাই। তবে সেটা যে এত দ্রুত হবে কে জানত!মুম্বাইয়ের সায়ালি সাতঘরে মাত্র পাঁচ রান দিয়ে সাত উইকেট তুলে নেন। এটাই ছিল তাঁর ক্যারিয়ারের সেরা পারফর্মেন্স। জয়ের জন্য প্রয়োজনীয় ১৮ রান মাত্র চার বলে তুলে দিলেন মুম্বাইয়ের ওপেনাররা। ইশা ওঝা মারলেন তিনটি বাউন্ডারি। প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকালেন রুশালি ভগৎ। নাগাল্যান্ডের ক্রিকেট দল এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে। ২০১৭ সালে নাগাল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল কেরালার বিরুদ্ধে ১৭ ওভার খেলে মাত্র দুরান করেছিল। তার মধ্যে আবার ছিল একটি ওয়াইড। নাগাল্যান্ডের নজন ব্যাটসম্যান খাতাযই খুলতে পারেননি সেবার। ম্যাচের প্রথম বলেই জয় তুলে নিয়েছিল কেরল।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।