বেঙ্গালুরু: বিরাট কোহলি বনাম রোহিত শর্মা। রবিবার সন্ধ্যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে আমনে-সামনে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই নিয়ে তাই বাড়ছে উত্তাপ। প্রায় তিন বছর ভিকে’র ব্যাটে প্রত্যাশিত দাপট দেখা যায়নি। তবে সম্প্রতি দেশের জার্সিতে পুরনো মেজাজ ফিরে পেয়েছেন তিনি।
আরও পড়ুন - SRH vs RR: বাটলার, অশ্বিনদের রাজস্থানের সামনে আজ উমরানের হায়দারাবাদ, ফেভারিট রয়েলস‘কিং’ কোহলির সেই দাপটই ফ্র্যাঞ্চাইজি লিগে দেখার অপেক্ষায় ভক্তরা। নেতৃত্বের বোঝা কাঁধে না থাকায় বেশ ফুরফুরেও লাগছে তাঁকে। অধিনায়ক ফাফ ডু’প্লেসির সঙ্গে সম্ভবত ওপেন করবেন ভিকে। অন্যদিকে, রোহিত আইপিএলের সফলতম অধিনায়ক। পাঁচবার ট্রফি জিতেছেন তিনি। তবে গত মরশুমে তালিকায় সবার শেষে ছিল মুম্বই।
Our excitement levels for the #RCBvMI clash 📈📈😍 Paltan, are you ready? 💙#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 MI TV pic.twitter.com/BYPbKl4UBz
— Mumbai Indians (@mipaltan) April 2, 2023
সেই ব্যর্থতা দূরে সরিয়ে নতুন উদ্যমে এবার শুরু করতে মরিয়া নীতা আম্বানির দল। সেই লক্ষ্যে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত রোহিত। ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে নেমে তিনি খেলে দিলে বাকিদের কাজ অনেক হাল্কা হয়ে যাবে। ২০২০ সাল থেকে ধরলে মোট পাঁচবারের সাক্ষাতে শেষ তিনবারই মুম্বইকে হারিয়েছে ব্যাঙ্গালোর।
ফাফ ডু’প্লেসির নেতৃত্বে এবার অধরা মাধুরী লাভের আশায় আরসিবি। তবে চোট-আঘাত ও অন্য কারণে শুরুতে সেরা দল নামাতে পারছে না তারা। জশ হ্যাজলউড ও রজত পাতিদারকে প্রতিযোগিতার প্রথমার্ধে পাওয়া যাবে না চোটের জন্য। ফলে তাঁদের অনুপস্থিতি বড় আঘাত। রবিবার গ্লেন ম্যাক্সওয়েলের খেলা নিয়েও সংশয় রয়েছে।
এমনিতেই উইল জ্যাকস পুরো মরশুমে নেই। ম্যাক্সওয়েলও খেলতে না পারলে মিডল অর্ডারকে ভঙ্গুর দেখাবে। লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও পাচ্ছে না তারা। দেশের হয়ে খেলায় ব্যস্ত রয়েছেন শ্রীলঙ্কার লেগস্পিনার। এই পরিস্থিতিতে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের উপর ভরসা রাখছে দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, Mumbai Indians, RCB