#মুম্বই: সংক্রমণের মাঝে সদ্য শেষ হয়েছে IPL ২০২০। আগের সিজন শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই নিলাম নিয়ে জল্পনা শুরু। কোন প্লেয়ার ছাড়া হচ্ছে, কে দলে থাকছেন, তা নিয়ে একের পর এক খবর সামনে এসেছে। নিলামের জন্যও তৈরি হচ্ছে আটটি দল। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ানসকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার ও ধারভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra)। তাঁর কথায়, সামনের সিজনে বিপক্ষের বিরুদ্ধে নিজের দলের মাটি শক্ত করতে হলে অন্তত দু'জন বিদেশি ফাস্ট বোলার দরকার মুম্বই ইন্ডিয়ানসের। কারণ এখনও নড়বড়ে রয়েছে মুম্বইয়ের ফাস্ট বোলার ডিপার্টমেন্ট।
কয়েক মাস আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম সিজনের খেতাবও জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। দুবাইয়ের মাটিতে দিল্লিকে পরাজিত করে IPL-এর ইতিহাসে রেকর্ড গড়েন রোহিত, বুমরাহ, হার্দিকরা। ফাইনালে ট্রেন্ট বোল্টের দুরন্ত পারফরম্যান্স আজও ক্রিকেট-প্রেমীদের নজর কাড়ে। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। সেই সূত্র ধরে আকাশ চোপড়ার বক্তব্য, এবারের সিজনে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের (Trent Boult) জন্য ব্যাকআপটা খুব জরুরি। অন্য দিকে, শ্রীলঙ্কার ফাস্ট বোলার লসিথ মালিঙ্গার (Lasith Malinga) বিকল্প হিসেবে কোনও ভালো ফাস্ট বোলারের কথাও ভাবতে হবে।
সামনেই অকশন। এক্ষেত্রে মুম্বই শিবিরের বড় ক্ষতি হল লসিথ মালিঙ্গাকে হারানো। অন্য দিকে, জেমস প্যাটিনসন (James Pattinson), নাথান কুল্টার নাইল (Nathan Coulter-Nile) ও মিচেল ম্যাকক্লেনাঘনকে (Mitchell McClenaghan) ছাড়তেই হবে মুম্বইকে। কারণ অন্য কোনও বিকল্পও নেই দলের কাছে। তাই পেস অ্যাটাককে শক্ত করার সময়ে এসেছে। আকাশ চোপড়ার কথায়, IPL চ্যাম্পিয়ন এই দলকে বিপক্ষের বিরুদ্ধে লড়তে হলে মাঠে অন্তত দু'জন বিদেশি পেসার নিয়ে নামতে হবে।
তাঁর পরামর্শ, যদি অজি ফাস্ট বোলার মিশেল স্টার্ককে (Mitchell Starc) ৮-১০ কোটি টাকার মধ্যে কেনা যায়, তাহলে বুমরাহ ও স্টার্কের যুগলবন্দী দেখার মতো হবে। তবে মনে হয় না, স্টার্ককে কেনার ক্ষেত্রে তেমন কোনও আগ্রহ দেখাবে রোহিত শর্মার দল। যদি স্টার্ককে কেনা না যায়, তাহলে নাথান কুল্টার নাইলকেই রাখতে হবে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Indian Premier League