হোম /খবর /খেলা /
রোহিতের সামনে আজ লখনউ চ্যালেঞ্জ! জিতে ফাইনালের পথ লক্ষ্য মুম্বইয়ের

MI vs LSG: রোহিতের সামনে আজ লখনউ চ্যালেঞ্জ! জিতে ফাইনালের পথ লক্ষ্য মুম্বইয়ের

আজ মুম্বই বনাম লখনউ

আজ মুম্বই বনাম লখনউ

  • Share this:

চেন্নাই: ব্যক্তিগতভাবে রোহিত শর্মার ছন্দ এবারের আইপিএলে একেবারেই উল্লেখযোগ্য নয়। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপর আগে ভারতকেও হয়তো একটু চিন্তায় রাখবে। আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। খেতাব জিতেছে পাঁচবার। এবার সংখ্যাটা ছয় করার সুযোগ রোহিত শর্মাদের কাছে। বুধবার এলিমিনেটরের লড়াইয়ে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে মুম্বই।

লিগ পর্বের সাক্ষাতে শেষ হাসি হেসেছিলেন ক্রুণাল পান্ডিয়ারা। তাই এই ম্যাচ সূর্যকুমারদের কাছে বদলারও। আইপিএল আবির্ভাবেই গত বছর নজর কেড়েছিল লখনউ। তবে তাদের দৌড় থমকে গিয়েছিল এলিমিনেটরে আরসিবি’র কাছে হেরে। ধরা পড়েছিল অভিজ্ঞতার অভাব। এবারও যা চিন্তায় রেখেছে লখনউকে। সেদিক থেকে মুম্বই এগিয়ে। তারা ছ’বারের ফাইনালিস্ট!

তবে সব সময় অতীত পরিসংখ্যান দিয়ে ম্যাচ জেতা যায় না। মাঠে নেমে মেলে ধরতে হয় সেরা পারফরম্যান্স। তাই টিম গেমে বাজিমাতের পরিকল্পনা ক্রুণালদের। শুরুটা দেখে অবশ্য মনে হয়নি মুম্বই প্লে-অফে উঠবে। প্রথম দু’টি ম্যাচ হারার পরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রোহিত-ব্রিগেড। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এটাই মুম্বইয়ের ইউএসপি।

অতীতেও তারা এভাবেই খাদের কিনারা থেকে শিখর স্পর্শ করেছে। এলিমিনেটরে নামার আগে বেশ স্বস্তিতে মুম্বই। কারণ, ছন্দে ফিরছেন রোহিত শর্মা। স্বপ্নের ফর্মে সূর্যকুমার যাদব। গত ম্যাচে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন গ্রিন। মিডল ওর্ডারে বড় ভরসা টিম ডেভিড ও নেহাল ওয়াধেরা। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের দুর্বল বোলিংয়ের ফায়দা তুলতে চাইবেন কাইল মেয়ার্সরা।

আসলে, জোফ্রা আর্চার ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন। তাঁর বদলি ক্রিস জর্ডন এখনও পর্যন্ত ছন্দ খুঁজে পাননি। তবে তরুণ আকাশ মাধওয়াল ভরসা জোগাচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। পক্ষান্তরে, মরশুমের মাঝপথে অধিনায়ক ‌লোকেশ রাহুলের ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছিল লখনউ। তবে এই ভারতীয় তারকার অভাব সেভাবে টের পেতে দেননি স্ট্যান্ড ইন অধিনায়ক ক্রুণাল।

টিম গেমকে অস্ত্র করে তারা প্লে-অফে উঠেছে। ব্যাটিংয়ে লখনউয়ের বড় ভরসা ডি’কক, মেয়ার্স ও পুরান। লখনউয়ের বোলিংও মুম্বইয়ের তুলনায় শক্তিশালী। দুরন্ত ছন্দে তরুণ মহসিন খান। তাঁকে সঙ্গ দিতে তৈরি যশ ঠাকুর। এছাড়া চিপকের স্পিন সহায়ক উইকেটের ফায়দা তুলতে তৈরি রবি বিষ্ণোই, কৃষ্ণাপ্পা গৌতম। মুম্বইয়ের ভাগ্য অনেকটা নির্ভর করবে স্পিনার পীযূষ চাওলার ওপর।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: LSG, Mumbai Indians