হোম /খবর /খেলা /
টানা ৪ নম্বর জয়ের খোঁজে মুম্বই, আজ পঞ্জাবের বিরুদ্ধে ফেভারিট রোহিতরা

MI vs PBKS: আজ টানা ৪ নম্বর জয়ের খোঁজে মুম্বই, পঞ্জাবের বিরুদ্ধে ফেভারিট রোহিতরা

আজ মুম্বই বনাম পঞ্জাব

আজ মুম্বই বনাম পঞ্জাব

  • Share this:

মুম্বই: এভাবেও যে ফিরে আসা যায় আইপিএলে দেখিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কেন তারা টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন দল প্রমাণ করেছে। তবে রহিত শর্মা মনে করেন মুম্বইয়ের সেরা ক্রিকেট খেলা এখনও বাকি। পাঁচ ম্যাচে পকেটে ৬ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। পঞ্জাব কিংসেরও সংগ্রহে ৬ পয়েন্ট। তবে একটি ম্যাচ বেশি খেলে।

এই আবহেই শনিবার সন্ধেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। রোহিত শর্মার দল প্রথম দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে। পরপর তিন ম্যাচে জিতেছে মুম্বই। অন্যদিকে, পাঞ্জাব শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে। অধিনায়ক শিখর ধাওয়ানের কাঁধের চোট সমস্যায় ফেলেছে তাদের। মুম্বইয়ের বিরুদ্ধেও তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই।

এই শূন্যতা পূরণ করা কঠিন স্যাম কারানদের পক্ষে। প্রথম ম্যাচের পর থেকে জোফ্রা আর্চারকে পায়নি মুম্বইও। কিন্তু মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের ছন্দে না থাকা বাদ দিলে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির কোনও উদ্বেগ নেই। ওপেনিংয়ে ঈশান কিষানের সঙ্গে রোহিতের জুটি ঝড় তুলছে। মাঝপর্বে তিলক ভার্মা, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডরা রয়েছেন।

বোলিংয়ে বাঁহাতি পেসার অর্জুন তেন্ডুলকরের উঠে আসাও ভারসাম্য বাড়িয়েছে। স্পিন বিভাগে পীযূষ চাওলা নিয়মিত উইকেট নিচ্ছেন। কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, স্যাম কারানের উপস্থিতিতে পাঞ্জাবের পেস বোলিং রীতিমতো তীক্ষ্ণ। কিন্তু শিখরের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, শাহরুখ খানরা চাপের মুখে কতটা নিজেদের মেলে ধরতে পারেন, তার উপর অনেকটাই নির্ভর করছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির সাফল্য। তবে ফেভারিট দেখাচ্ছে মুম্বইকেই।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Mumbai Indians, PBKS