হোম /খবর /খেলা /
ফাইনালের পথে আজ ফেভারিট মুম্বই, হিসেব পাল্টাতে মরিয়া হার্দিকের গুজরাত

GT vs MI: ফাইনালের পথে আজ ফেভারিট মুম্বই, হিসেব পাল্টাতে মরিয়া হার্দিকের গুজরাত

ফাইনালের রাস্তায় মুখোমুখি রহিত বনাম হার্দিক

ফাইনালের রাস্তায় মুখোমুখি রহিত বনাম হার্দিক

  • Share this:

আমেদাবাদ: পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। তাঁদের ধারাবাহিকতা দেখে অনেকেই ভেবেছিলেন, গুজরাত হয়তো প্রথম কোয়ালিফায়ার জিতে সোজা ফাইনালে পৌঁছ যাবে। কিন্তু তা হয়নি। চেন্নাই সুপার কিংসের কাছে হার হার্দিক বাহিনীকে এক ঝটকায় বাস্তবের রুক্ষ মাটিতে টেনে নামিয়েছে। গতবারের চ্যাম্পিয়নরা হাড়ে হাড়ে বুঝেছেন, অতীত সাফল্য দিয়ে কঠিন বৈতরণী পেরনো সম্ভব নয়।

তাই চেন্নাই ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স, যারা আবার এলিমিনেটরের লড়াইয়ে লখনউ সুপার জায়ান্টসকে দাপটে বশ মানিয়েছে। প্রতিপক্ষের কাছ থেকে সমীহ আদায় করে নেওয়ার পক্ষে যা যথেষ্টই। দুই দলের লিগ পর্বের লড়াইয়ের ফল ছিল ১-১।

আরও পড়ুন – Asia Cup: এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএলের পরেই, পাকিস্তানকে ফের চাপ ভারতের

প্রথম সাক্ষাতে জিতেছিল গুজরাত। পরের ম্যাচে ঘরের মাঠে বদলা নিয়েছিল রোহিত ব্রিগেড। আসলে দুই শিবিরে রয়েছে দুর্দান্ত ভারসাম্য, যা নক-আউটে এক রোমাঞ্চকর লড়াই উপহার দিতে পারে ক্রিকেটপ্রেমীদের। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় হার্দিকরা পাশে পাবেন বিপুল দর্শক সমর্থন। যা তাঁদের ভালো পারফরম্যান্স মেলে ধরার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে।

তাছাড়া দু’দিন বিশ্রামও পেয়েছেন গুজরাতের ক্রিকেটাররা। সেদিক থেকে কিছুটা সমস্যায় মুম্বই। ব্যাক-টু-ব্যাক ম্যাচ খেলতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।
রবিবার মোতেরায় যদি চেন্নাই-মুম্বই ফাইনাল হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, রোহিতদের অভিজ্ঞতা বেশি। ব্যাটিংও তুলনায় শক্তিশালী। হিটম্যানের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব চোখে পড়লেও, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন দলকে নিয়মিত ভরসা জোগাচ্ছেন।

তবে রোহিতের সঙ্গে ঈশান যদি শুরুটা ভালো করতে পারেন, তাহলে বড় স্কোর খাড়া করা কিংবা চেজ করার ক্ষত্রে সমস্যা হওয়ার কথা নয় মুম্বইয়ের। মিডল অর্ডারে আছেন তিলক ভার্মা, টিম ডেভিডের মতো মারকুটে ব্যাটসম্যান। নেহাল ওয়াধেরাও রানের মধ্যে আছেন। সেই তুলনায় গুজরাতের ব্যাটিং বড় বেশি শুভমান গিল নির্ভর।

তিনি ব্যর্থ হলে অবস্থা সামাল দেওয়ার মতো ক্রিকেটার নেই গুজরাত শিবিরে। আসলে ঋদ্ধিমান সাহা পাওয়ার-প্লে ক্রিকেটার। ফিল্ড রেস্ট্রিকসনের সুবিধা কাজে লাগিয়ে তিনি কিছু রান যোগ করেন। তবে এই কৌশল সব সময় কাজে আসে না। অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ছন্দ হাতড়াচ্ছেন। ডেভিড মিলার কিংবা বিজয় শঙ্কর যথেষ্ট অভিজ্ঞ। তবে চাপের মুখে তার প্রমাণ রাখতে ব্যর্থ। তবে আজ গুজরাত যে কোনোও মূলে মুম্বইকে হারাতে মরিয়া থাকবে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Gujarat titans, IPL 2023, Mumbai Indians