
বিরাট কোহলিকে দারুন উপহার দিলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতায় প্লে-অফে জায়গা পেল আরসিবি।

রোববার কলকাতায় বিরাট কোহলি। এলিমিনেটর ম্যাচে খনউয়ের বিরুদ্ধে খেলবে আরসিবি। প্রথম কোয়ালিফায়ার গুজরাট বনাম রাজস্থান।

এদিন মুম্বইয়ের বিরুদ্ধে জিতলে প্লে-অফে জায়গা পাকা করে ফেলত দিল্লি। কিন্তু মুম্বই তাদের হারাল ৫ উইকেটে। ফলে প্লে-অফে জায়গা করে নিল আরসিবি। তাদের পয়েন্ট ছিল ১৬।

এদিন আরসিবির তারকারা কোনও রাখঢাক করলেন না। খোলাখুলি সমর্থন করলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। গ্লেন ম্যাক্সওয়েল তো মুম্বই-দিল্লি ম্যাচের মাঝেই টুইট করে রোহিত শর্মাদের আক্রমণাত্মক খেলতে বললেন।

গোটা আরসিবি দল এদিন একসঙ্গে বসে দিল্লি বনাম মুম্বই ম্যাচ দেখল। রোহিত শর্মার দলের জন্য গলা ফাটালেন বিরাটরা। মুম্বইয়ের আইপিএল ২০২২ দুঃস্বপ্নের মতো কাটল। তবে শেষবেলায় তারা আরসিবিকে উপহার দিয়ে গেল।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Virat Kohli