#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় কোনও দিনই খুব একটা সক্রিয় ছিলেন না ৷ কিন্তু সেই মানুষটাই নিজের অবসর ঘোষণার জন্য সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছিলেন ৷ মহেন্দ্র সিং ধোনি , আর খেলবেন না দেশের জার্সি গায়ে ৷ এটা ভেবেই মনমরা হয়ে পড়েছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তরা ৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আসন্ন আইপিএলে অবশ্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে খেলতে দেখা যাবে ৷ ১৯ সেপ্টেম্বরের অপেক্ষায় তাই ক্রিকেটপ্রেমীরা ৷ ওই দিন থেকেই শুরু হবে ক্রিকেটের ক্রোড়পতি লিগ ৷
An Artist,Soldier and Sportsperson what they crave for is appreciation, that their hard work and sacrifice is getting noticed and appreciated by everyone.thanks PM @narendramodi for your appreciation and good wishes. pic.twitter.com/T0naCT7mO7
— Mahendra Singh Dhoni (@msdhoni) August 20, 2020
ধোনির অবসর ঘোষণার পরেই তাঁর উদ্দেশ্যে অনেকেই অনেক কিছু পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ধোনি ভক্তদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ‘ক্যাপ্টেন কুল’-এর উদ্দেশ্যে দীর্ঘ দু’পাতার চিঠি লিখেছেন তিনি ৷ দীর্ঘ সেই চিঠিতে ধোনির ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘ আপনার ট্রেডমার্ক ও অদম্য স্টাইলে যে ভিডিওটি আপনি শেয়ার করেছেন তা পুরো দেশের কাছে অনুরাগের ও আলোচনার বিষয় হয়ে ওঠার জন্য যথেষ্ট ছিল ৷ আপনার বিদায়ে ১৩০ কোটির দেশ হতাশ ও ব্যথিত ৷ কিন্তু আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য সকলে চিরকাল কৃতজ্ঞ থাকবে ৷ ’’ প্রধানমন্ত্রীর চিঠি এরপর ট্যুইটারে পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি মহেন্দ্র সিং ধোনি ৷ তিনি লেখেন, ‘‘একজন শিল্পী, সৈনিক ও খেলোয়াড় শুধুমাত্র প্রশংসা আশা করে ৷ তারা চায় কঠোর পরিশ্রম ও ত্যাগ যেন সবার নজর কাড়ে ও প্রশংসিত হয় ৷ এই প্রশংসা ও শুভকামনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni, PM Narendra Modi