corona virus btn
corona virus btn
Loading

আগামী মরশুমেও ধোনিই CSK-র ক্যাপ্টেন, জানিয়ে দিলেন শ্রীনিবাসন

আগামী মরশুমেও ধোনিই CSK-র ক্যাপ্টেন, জানিয়ে দিলেন শ্রীনিবাসন
File Photo
  • Share this:

#চেন্নাই: ভারতীয় দলে ধোনির ভবিষ্যত কী হবে, তা এখন টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা ছাড়া খুব বেশি মানুষের পক্ষে বোঝাটা সম্ভব নয় ৷ কিন্তু আইপিএলে ধোনি যে এখনও বেশ কয়েকবছর অনায়াসে খেলা চালিয়ে যেতে পারেন ৷ তা নিয়ে কোনও সংশয় নেই ৷ অন্তত প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের কথায় তেমনটাই স্পষ্ট ৷ আইপিএলে চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টসের তিনি ম্যানেজিং ডিরেক্টর। ধোনির অবসর নিয়ে শ্রীনির কোনও মাথ্যব্যথা নেই ৷ কিন্তু আইপিএলে তাঁর দল যে ধোনিকেই অধিনায়ক হিসেবে দেখতে চায় ৷ সেটা স্পষ্ট করে দিয়েছেন শ্রীনিবাসন ৷ তাঁর সাফ কথা, “আমি একটা কথাই শুধু বলব। পরের বছরও চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন থাকবেন ধোনি।’’

First published: September 16, 2019, 5:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर