#রাঁচি: ভোলা জি-র জনপ্রিয় লিট্টি-চোখার দোকান ৷ যেখানে গেলে এক প্লেট লিট্টি-চোখা না খেলেই নয় ৷ রাঁচির ভোলা জি-র কাছে পৌঁছে গিয়েছিলেন ধোনি-পত্নী সাক্ষীও ৷ বন্ধুদের সঙ্গে জমিয়ে খেলেন লিট্টি ৷ সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ধোনি ফ্যান ক্লাবের হ্যান্ডেল থেকে ৷ সেখানে প্রশ্নও ছুঁড়ে দেওয়া হয়, আপনাদের মধ্যে কারা জিভে জল আনা লিট্টি-চোখা খেতে পছন্দ করেন ?