Home /News /sports /
‘দেশি বয়েজ’ মাহি, ধোনির এই নাচের ভিডিও এখন ভাইরাল !

‘দেশি বয়েজ’ মাহি, ধোনির এই নাচের ভিডিও এখন ভাইরাল !

Photo: Instagram

Photo: Instagram

কেমন নাচলেন ধোনি ? দেখে নিন সেই ভিডিও ৷

 • Share this:

  #রাঁচি: জিতেই চলেছে টিম ইন্ডিয়া ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর টি২০ সিরিজও জিততে সফল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ৷ এবার সামনে শ্রীলঙ্কা সিরিজ ৷ তার আগে মাত্র ক’টা দিনের জন্যই ছুটি পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ খুব অল্প সময়ের মধ্যে একের পর এক সিরিজ খেলতে হচ্ছে, যেটা একটা বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের কাছে ৷

  পরিবারের সঙ্গেই এখন ক’টা দিন সময় কাটাচ্ছেন ধোনি-কোহলিরা ৷ কিন্তু এরই মধ্যে মাহির একটি নাচের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওটি কবে শ্যুট করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি ৷ কিন্তু ভিডিওতে তাঁদের প্রিয় ক্রিকেটারের ডান্সের বিভিন্ন স্টেপ দেখে খুশি তাঁর ভক্তরা ৷ ভিডিওতে দেখা যাচ্ছে ২০১২ সালে রিলিজ হওয়া জন আব্রাহাম অভিনীত ‘দেশি বয়েজ’ ছবির একটি গানে নাচছেন ধোনি ৷ পাশে বসে থাকা স্ত্রী সাক্ষী তো একেবারে হাসতে হাসতে চেয়ার থেকে পড়েই যাচ্ছিলেন ৷ কেমন নাচলেন ধোনি ? দেখে নিন সেই ভিডিও ৷

  First published:

  Tags: Dancing, Desi Boyz, MS Dhoni

  পরবর্তী খবর