হোম /খবর /খেলা /
এত টাকার মালিক, সেই ধোনি কি না এত সস্তার বাইক চালাচ্ছেন! ভাইরাল ছবি

এত টাকার মালিক, সেই ধোনি কি না এত সস্তার বাইক চালাচ্ছেন! ভাইরাল ছবি

Ms Dhoni in Bike: তিনি সেলেব্রিটি হয়েও এমন বাইক চালাচ্ছেন যা সাধারণ মানুষ চালায়! এটাই ধোনির আসল বাইকপ্রেম!

  • Share this:

রাঁচি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গাড়ি এবং বাইকের প্রতি অনুরাগ অনেকদিনের। ধোনিকে প্রায়ই দামি মোটরসাইকেল ও গাড়ি চালাতে দেখা যায়। কিন্তু ধোনি কম দামি বাইকও পছন্দ করেন।

এমন কিছু বাইক যেগুলোর মালিক সাধারণ মানুষ, এমন মোটরসাইকেলেও দেখা যায় ধোনিকে। সম্প্রতি তাঁকে TVS এর 300cc বাইক চালাতে দেখা গিয়েছে। তাঁর সেই বাইক চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন- বুকে বাবা-মায়ের নাম খোদাই করা! এই ক্রিকেটারের জন্য বাংলার ঋদ্ধিমান বাদ!

ভিডিওটি ঝাড়খণ্ডের রাঁচির। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওতে ধোনিকে বাইক চালাতে দেখা যাচ্ছে। তাঁকে ঘিরে ভিড় জমেছে। এমএস ধোনি রাইডিং গিয়ার পরেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের TVS Apache RR 310 নিয়ে বেরিয়েছেন তিনি। এই প্রথম তাঁকে এত সস্তার মোটরসাইকেল চালাতে দেখা গেল।

এই বাইকটি যৌথভাবে BMW এবং TVS ডিজাইন করেছে। বাইকটি অ্যাগ্রেসিভ ডিজাইনের। এই বাইকের শার্প লুক অনেকে পছন্দ করেন। BMW G310R এর TVS Apache সংস্করণ এটি।

এই বাইকে 313cc সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। 6-স্পিড ট্রান্সমিশন গিয়ার রয়েছে। এটি 7.17 সেকেন্ডে 0-100 kmph গতি তুলতে পারে। বাইকটির দাম ২.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন- শীর্ষে নেই মেসি,রোনাল্ডো একেবারে শেষে,সর্বাধিক ট্রফি জেতা ১০ জন ফুটবলারের তালিকা

এমএস ধোনির বাইকের কালেকশন সম্পর্কে অনেকেই জানেন। তাঁর গ্যারাজে একের পর এক দামি বাইক রয়েছে। রয়েছে Confederate X132 Hellcat, Kawasaki Ninja H2, Confederate X132 Hellcat এবং Kawasaki Ninja ZX-14R, এবং Harley Davidson Fat Boy। এছাড়াও ধোনির কাছে সুজুকি শোগুন, ইয়ামাহা RD 350, এবং Yamaha RX100-এর মতো ভিনটেজ বাইকের কালেকশন রয়েছে।

Published by:Suman Majumder
First published:

Tags: MS Dhoni