• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • রবিবার অ্যান্টিগায় নতুন রেকর্ড ধোনির ! পিছনে ফেললেন সৌরভকেও

রবিবার অ্যান্টিগায় নতুন রেকর্ড ধোনির ! পিছনে ফেললেন সৌরভকেও

Photo Courtesy: AFP

Photo Courtesy: AFP

অ্যান্টিগায় ধোনির রবিবারের ইনিংস স্থান পেল মন্থরতম অর্ধশতরানের তালিকাতে ৷

 • Share this:

  #অ্যান্টিগা: সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তে দলকে জিতিয়ে নিজেকে পুরোনো ‘ওয়াইন’-এর সঙ্গে তুলনা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ রবিবার চতুর্থ ওয়ান ডে-তে ফের অর্ধশতরান করলেন মাহি ৷ কিন্তু এই ইনিংস ঢুকে পড়ল রেকর্ডবুকে ৷ যেই রেকর্ড কোনওদিনই হয়তো মনে রাখতে চাইবেন না ধোনি ৷ কারণ অ্যান্টিগায় তাঁর রবিবারের ইনিংস স্থান পেল মন্থরতম অর্ধশতরানের তালিকাতে ৷

  ১১৪ বলে ধোনির ৫৪ রানের ইনিংস দখে স্বভাবতই বিরক্ত হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷ ওপেনার রাহানে বাদে এদিন অধিনায়ক কোহলি-সহ ভারতীয় টপ-অর্ডার চূড়ান্ত ব্যর্থ হলেও উইকেট আঁকড়ে প্রায় শেষ পর্যন্ত পড়ে থাকেন ধোনি ৷ চেনা মারমুখী ধোনি তো দূরের কথা, একসময় সিঙ্গলস নিতেও ভুলে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সবচেয়ে মজার কথা ধোনির ইনিংসে রয়েছে মাত্র একটি বাউন্ডারি ! নিজের ইনিংসের ১০৩ নম্বর বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি ৷ যা ধোনি ভক্তদের কাছে একেবারেই অবাক করার মতো ঘটনা ৷ যেন টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচানোর খেলায় নেমেছিলেন মাহি ৷ শেষ পর্যন্ত অবশ্য তাঁর এই উইকেট আঁকড়ে পড়ে থাকার স্ট্র্যাটেজি কাজে আসেনি ৷ ভারত ম্যাচ হেরে যায় ১১ রানে ৷

  ভারতের হয়ে ধীরগতিতে অর্ধ শতরান পূর্ণ করার তালিকায় ধোনি রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার সদাগোপন রমেশ। ১৯৯৯-এ কেনিয়ার বিরুদ্ধে মন্থরতম পঞ্চাশ করেছিলেন রমেশ। এরপর দ্বিতীয় স্থানে এতদিন ছিলেন আরেক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ২০০৫-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে এরকমই একটি মন্থর হাফ-সেঞ্চুরি করেছিলেন ৷ এবার তাঁকে পিছনে ফেলে দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ রবিবারের তাঁর ইনিংসই এখন ভারতীয় ক্রিকেটারদের মন্থরতম হাফ সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ৷

  First published: