কাউকে কিছু বলা-কওয়ার বালাই নেই। মন চেয়েছে, তাই মাঠে হাজির ক্যাপ্টেন কুল। ক্রিকেট ছেড়ে কতদিনই বা থাকবেন তিনি!
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল ভারতীয় দল। আর এদিন মাঠে ধোনির থাকাটা যেন ঋষভ পন্থদের কাছে বাড়তি পাওনা।
ইংল্যান্ডে ভারত ইংল্যান্ড সিরিজের মাঝেই টিমের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি। কথা বললেন দলের ক্রিকেটারদের সঙ্গে। কিছুক্ষণের জন্য সময় কাটান মাহি।
দুদিন আগেই জন্মদিন ছিল মাহির। এবারের জন্মদিনে তিনি ছিলেন লন্ডনে। পরিবারের সঙ্গে সময় কাটান, জন্মদিনেপ পার্টি করেন।
এদিন মাহি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ঝাড়খণ্ডের সতীর্থ ক্রিকেটার ঈশান কিষাণকে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।