corona virus btn
corona virus btn
Loading

রেকর্ড গড়ে টেস্ট সিরিজ জয় বিরাটদের, ড্রেসিংরুমে এসে অভিনন্দন ধোনির

রেকর্ড গড়ে টেস্ট সিরিজ জয় বিরাটদের, ড্রেসিংরুমে এসে অভিনন্দন ধোনির
  • Share this:

#রাঁচি: প্রথম টেস্টে ২০৩ রানে জয়। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৩৭ রানে জয়। তৃতীয় টেস্টে ইনিংস ও ২০২ রানে জয়। বিশাখাপত্তনম, পুণে ও রাঁচি। টানা তিন টেস্টে বিরাট কোহলির দল রীতিমতো দুরমুশ করে হারাল দক্ষিণ আফ্রিকাকে। ৩-০ জয়ের সঙ্গে গড়ল নানা রেকর্ডও। মঙ্গলবার ম্যাচ জিততে বিশেষ সময় লাগেনি টিম ইন্ডিয়ার ৷ ইনিংস ও ২০২ রানে ম্যাচ জেতে ভারত ৷

ভারতীয় দলের ড্রেসিংরুমে এদিন উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনিও ৷ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তা জানানও অধিনায়ক কোহলি ৷ দেশে টানা ১২টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড ভারতের ৷ ভারতীয় দলকে অভিনন্দন জানান ধোনি ৷  
First published: October 22, 2019, 12:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर