Home /News /sports /
BCCI-র বার্ষিক চুক্তিতে নেই ধোনি, তাহলে কি এবার অবসর ?

BCCI-র বার্ষিক চুক্তিতে নেই ধোনি, তাহলে কি এবার অবসর ?

বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ- এই তিনজন ক্রিকেটারকেই শুধুমাত্র সর্বোচ্চ A+ বিভাগে রাখা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বসে বসে মাইনে আর নয় ৷ মহেন্দ্র সিং ধোনিকে হয়তো এমনটাই বার্তা দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ ২০১৯-২০ মরশুমের জন্য ক্রিকেটারদের যে নতুন বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই, তাতে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ- এই তিনজন ক্রিকেটারকেই শুধুমাত্র সর্বোচ্চ A+ বিভাগে রাখা হয়েছে ৷

যদিও বলা হয়েছে, এই চুক্তি শুধুমাত্র অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৷ তারপর আবার নতুন চুক্তি হবে ৷ তবে এই চুক্তির আওতায় বাদ পড়াটা ‘ক্যাপ্টেন কুল’-এর জন্য মোটেই সুখের খবর নয় ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের পর দীর্ঘদিন মাঠের বাইরে ধোনি ৷ ফের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে ৷ এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে দেখা যাবে কী না ৷ সেটাই এখন বড় প্রশ্ন ৷

টিম ইন্ডিয়ার নতুন গ্রেড--------গ্রেড A+, পারিশ্রমিক ৭ কোটি

বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরা

গ্রেড A, পারিশ্রমিক ৫ কোটি৫ কোটি রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, কে এল রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ

গ্রেড B, পারিশ্রমিক ৩ কোটিঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ময়াঙ্ক আগরওয়াল

গ্রেড C, পারিশ্রমিক ১ কোটিকেদার যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, মণীশ পাণ্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Annual Player Contracts, BCCI, MS Dhoni