চেন্নাই: আইপিএল ২০২৩-এ রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচে এম এস ধোনিকে দেখা গেল যন্ত্রণায় ছটফট করছেন। শেষ পর্যন্ত চেন্নাই এই ম্যাচে তিন রানে হেরেছে।
মাঠের মদ্যেই ব্যথায় ছটফট করছিলেন ধোনি। তাঁকে রান নেওয়ার সময় খোঁড়াতেও দেখা গেল। একটি ভিডিও চেন্নাই সুপার কিংস শেয়ার করেছে। সেটি ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনি মাঠ থেকে ড্রেসিং রুমে যাওয়ার সময় যন্ত্রণায় কাতরাচ্ছেন।
ভক্তরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে ব্যথায় কাতরাতে দেখে খুবই হতাশ হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সবাই। এক ভক্ত লিখেছেন, নিজের যত্ন নিন। আরেক ভক্ত লিখেছেন, 'আমাদের জন্য ব্যথা নিয়েও খেললেন। এটাই ধোনি।'
আরও পড়ুন- আইপিএল শেষ হলেই নতুন ভূমিকায় রিঙ্কু! আলিগড়ে উদ্বোধন করবেন নতুন হস্টেলের
A warrior. A veteran. A champion - The One and Only!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 13, 2023
Full post match 📹 https://t.co/LuLJ13LVt3#CSKvRR #WhistlePodu #Yellove @msdhoni pic.twitter.com/dgsuPgT92y
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনি দুরন্ত পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি। ১৮৮.২৪ স্ট্রাইক রেটে ৩২ রান করেন তিনি। মাহি এদিন তিনটে ছক্কা এবং একটি বাউন্ডারি মারেন।
ধোনি এক মাস ধরে চোট নিয়েই খেলছেন। তাঁর বাঁ পায়ের হাঁটুতে চোট রয়েছে। তার উপর ডাইভ দিয়ে একই জায়গায় ফের চোট পান তিনি। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনির চোট নিয়ে তাঁরা উদ্বেগে রয়েছেন।
ধোনি ছাড়া চেন্নাইয়ের আরও তিনজন ক্রিকেটার চোটের কবলে। ফলে চিন্তা বাড়ছে সিএসকে-র। ধোনির চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও কোনও আপডেট নেই। তবে ধোনি পরের ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।