Home /News /sports /
ধোনির নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল !

ধোনির নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল !

ইনস্টাগ্রামে ধোনি নিজের নাচের ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল ৷

 • Share this:

  #পুণে: আইপিএল শুরু হয়ে গিয়েছে ৷ ভারত সেরা হওয়ার লড়াইয়ে নেমে পড়েছেন আট ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা ৷ এর মধ্যেই আবার ক্রিকেটারদের চলছে বিজ্ঞাপন শ্যুটিংয়ের কাজও ৷ তার জন্য এক নতুন অবতার দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৷ হ্যাঁ, নতুন অবতারই বটে ৷ ক্যাপ্টেন কুল-কে এতদিন কখনও নাচতে দেখা যায়নি ৷ ইনস্টাগ্রামে ধোনি নিজের নাচের ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল ৷

  নাচের ভিডিওটি দেখলেই বোঝা যাবে যে সেটি ‘বুমেরাং’ নামের একটি জনপ্রিয় অ্যাপের মাধ্যমে শ্যুট হয়েছে ৷ ভিডিওতে পুণের সতীর্থদের সঙ্গেই নাচতে দেখা গিয়েছে ধোনিকে ৷ সঙ্গে রয়েছেন অজিঙ্কা রাহানে ৷ ভিডিওটি পোস্ট হওয়ার অল্প সময়ের মধ্যেই সেটিতে ৭০০,০০০ ভিউজ এবং ৪০০০ কমেন্টস পড়ে যায় ৷ এখনও তাই না দেখে থাকলে দেখে নিন মাহির সেই দুর্দান্ত নাচের ভিডিও ৷

  A post shared by @mahi7781 on

  First published:

  Tags: IPL 2017, Mahendra Singh Dhoni, MS Dhoni, Viral Dance, মহেন্দ্র সিং ধোনি

  পরবর্তী খবর