চেন্নাই: রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে গুজরাটের সংগ্রহ ছিল ৭২/২ । সাহা (১২), অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৮), শনকা (১৬) ফিরে গেলেন। শুভমন গিল এবং ডেভিড মিলার কতটা লড়াই করতে পারেন তার ওপর নির্ভর করছিল গুজরাতের ভাগ্য। মিলার ব্যর্থ। ফিরলেন ৪ করে। গিল (৪২) চাপে পড়ে রান বাড়াতে গিয়ে আউট হলেন। রাহুল তেওয়াটয়া (৩) বোল্ড হয়ে গেলেন থিকসানার বলে। থিকসানা এবং রবীন্দ্র জাদেজা দুই স্পিনার দুরন্ত বল করলেন।
মূলত এই দুজনের চাপের কাছেই নতি স্বীকার করল গুজরাতের ব্যাটিং লাইন আপ। আজ যেন মহেন্দ্র সিং ধোনির ফিল্ডিং সাজানোর কাছে ধরা পড়ল গুজরাত। কোথায় কোন বোলারের সময় কাকে রাখতে হবে সেটা নিখুঁতভাবে দেখালেন মাহি। ম্যাচটা যে চেন্নাই জিতবে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল ১৩ ওভারের মাথায়। কিন্তু রশিদ খান এবং বিজয় শংকর হঠাৎ করেই পাল্টা আক্রমণ তৈরি করেন। কিছুটা আশার আলো দেখা যায় গুজরাত শিবিরে। শংকর ফিরে গেলেন ১৪ করে। দারুণ ক্যাচ নিলেন ঋতুরাজ।
𝗡𝗲𝘅𝘁 𝗗𝗲𝘀𝘁𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻: 𝗙𝗜𝗡𝗔𝗟 ✈️😉
Congratulations 🥳 to 𝗖𝗛𝗘𝗡𝗡𝗔𝗜 𝗦𝗨𝗣𝗘𝗥 𝗞𝗜𝗡𝗚𝗦, the first team to qualify for #TATAIPL 2023 Final 💛#Qualifier1 | #GTvCSK | @ChennaiIPL pic.twitter.com/LgtrhwjBxH
— IndianPremierLeague (@IPL) May 23, 2023
আজকের আগে পর্যন্ত তিনবারের সাক্ষাৎকারে চেন্নাই একবারো হারাতে পারেনি গুজরাতকে। হার্দিক পান্ডিয়ার পক্ষে ফলাফল ছিল ৩-০। আবার অন্যদিকে কোয়ালিফায়ারে চেন্নাই এক্সপ্রেসের রেকর্ড ছিল অনবদ্য। যে কোনও দলের পক্ষে রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজ চেন্নাই রথের চাকা ঘোরাবে নাকি গুজরাত ধোনির দলের ওপর রাজত্ব বজায় রাখবে সেটাই ছিল দেখার।
টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। কিন্তু কনওয়ে এবং ঋতুরাজ মিলে ৮৭ রানের পার্টনারশিপ তৈরি করলেন। ঋতু হাফ সেঞ্চুরি করে আউট হলেন। তিন নম্বরে নেমে আজ ফ্লপ শিবম দুবে। নুর আহমেদের বলে ৬ মারতে গিয়ে বোল্ড হলেন খাতা না খুলে। চেন্নাইয়ের রান তোলার গতি কিছুটা কমে গেল। বল কিছুটা থেমে থেমে আসছিল।
১৪ ওভারে ১০০ পূর্ণ হল চেন্নাইয়ের। রাহানে কিছু আক্রমনাত্মক শট খেলে আউট হলেন ১৭ করে। রাইডু (১৭) রশিদ খানের বলে ফিরে যাওয়ার পর এলেন ধোনি। তখন ঠিক দুই ওভার বাকি। কিন্তু কিছুই করতে পারলেন না। মোহিত শর্মার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। রবীন্দ্র জাদেজা এবং মইন আলি মিলে শেষ ওভারে ছয় এবং চার মেরে কিছুটা লড়াই করার জায়গায় নিয়ে গেলেন চেন্নাইকে।
দুই ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান। উইকেটে ছিলেন দুই আফগান রশিদ এবং নুর। তুষার দেশপান্ডের বলে মারতে গিয়ে কনওয়ার হাতে ধরা পড়লেন রশিদ। ষোলো বলে ৩১ করে গেলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, Gujarat titans