হোম /খবর /খেলা /
কোমরে পিস্তল, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট! ধোনি এবার পুলিশ অফিসার

কোমরে পিস্তল, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট! ধোনি এবার পুলিশ অফিসার

Ms Dhoni As Police: এবার কি তবে রোহিত শেট্টির সিনেমার নায়ক ধোনি!

  • Share this:

কলকাতা: কিংবদন্তি ভারতীয় অধিনায়ক এমএস ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ খেলার জন্য নেটে ঘাম ঝরাচ্ছেন। তাঁর প্রস্তুতির ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। এবার তাঁর আরও একটি ছবি ভাইরাল হচ্ছে।

সেই ছবিতে তাঁকে পুলিশ অফিসার হিসেবে দেখা যাচ্ছে। ধোনি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদে রয়েছেন। কিন্তু তাই বলে পুলিশ!

আরও পড়ুন- আফ্রিদির হবু জামাই এখন পুলিশ! এই ভয়ঙ্কর পেসারের সঙ্গে মেয়ের বিয়ে পাকা

ভাইরাল হওয়া ছবিটি একটি বিজ্ঞাপনের বলে জানা যাচ্ছে। সেই বিজ্ঞাপনে ধোনি পুলিশ অফিসার হয়েছেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে। সেই ছবি নিয়ে মজার মজার কমেন্ট করেছেন ক্রিকেট ভক্তরা।

জনপ্রিয় হিন্দি ছবির পরিচালক রোহিত শেট্টির কপ ইউনিভার্সের কথা উল্লেখ করে একজন লিখেছেন, ধোনির সামনে পুলিশের ইউনিফর্মে আর কেউ পাত্তা পাবে না।

আইপিএলের আসন্ন মরসুমের আগে বিজ্ঞাপনের জন্য পুলিশ অফিসার ধোনি। শুরুতে অবশ্য অনেকেই বুঝতে পারেননি, ধোনি আসলে বিজ্ঞাপনের জন্য এমন ভেক ধরলেন! সোশ্যাল মিডিয়ায় তুমুল শেয়ার হচ্ছে সেই ছবি। আইপিএলের ইতিহাসে ধোনি অন্যতম বড় নাম। চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে চারবার শিরোপা জিতেছেন মাহি।

আরও পড়ুন- মোদীর মাঠে নজির ভারতের, কিউই বধ করে ঝুলিতে একাধিক রেকর্ড

উল্লেখ্য, সম্প্রতি রাঁচিতে ভারতীয় দলের সঙ্গে দেখা করেছেন ধোনি। ধোনির সঙ্গে দেখা করার একটি ছবি শেয়ার করেছেন হার্দিক। তিনি আইপিএলের ১৬ তম সংস্করণে সুপার কিংসের নেতৃত্বে ফিরবেন। ধোনি গত বছর রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্ব দিয়েছিলেন। কিন্তু পরে টিম ম্যানেজমেন্ট তাঁকে পুনর্বহাল করেছিল।

Published by:Suman Majumder
First published:

Tags: IPL 2023, MS Dhoni