#মুম্বই: কল্পনা না বাস্তব! এখনও বিশ্বাস করতে পারছেন না বিশ্বজোড়া তাঁর ভক্তরা। কেউ ঘুণাক্ষরে কিছু টেরও পায়নি। সমস্ত জল্পনাকে সত্যি করে দিয়ে শনিবার, স্বাধীনতা দিবসের সন্ধেয় অবসর ঘোষণা করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই ঘোষণায় একদিকে যেমন ভক্তদের চোখে জল, অন্য দিকে তাঁর দীর্ঘ ক্রিকেটজীবনকে কুর্নিশ করছেন তাঁর অগ্রজ-অনুজরা। ট্যুইটারে একের পর এক বিদায়ী অভিবাদন। এ দিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন সচিন তেন্ডুলকর।
শনিবার সন্ধেয় সচিন ট্যুইটারে লেখেন, "Your contribution to Indian cricket has been immense, @msdhoni," অর্থাৎ, " ধোনি, ভারতীয় ক্রিকেটের জন্যে তোমার অবদান অপরিসীম।"
Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020
সচিনের লেখায় আসে ধোনির সঙ্গে কাটানো সেরা মুহূর্তের কথাও। অকপট লিটল মাস্টার লেখেন, "২০১১ সালে তোমার নেতৃত্বে বিশ্বকাপ জয় আমার জীবনের সেরা মুহূর্ত।" ধোনি ও তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানান সচিন।
২০১৪ সালে ধোনি টেস্ট থেকে অবসর নেন কিন্তু ছেদ পড়েনি অন্য ফরম্যাটের খেলায়। এদিন ধোনি সন্ধেয় হঠাৎই ইন্সটাগ্রামে ইনিংস ডিক্লেয়ার করেন। তিনি লেখেন, "কেরিয়ারের লম্বা সময় যাঁরা আমায় ভালবেসেছেন সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ। সন্ধে ৭ টা ২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ধরে নিতে পারেন।"
View this post on InstagramThanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
১৫ বছরের মনিমানিক্যের সঞ্চয়, ২২ গজের মাঠ, সবটাই এখন স্মৃতি, গ্লাভস খুলে রাখলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni