#IPL2019: ৪০ কোটি টাকা বকেয়া, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহেন্দ্র সিং ধোনি

#IPL2019: ৪০ কোটি টাকা বকেয়া, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহেন্দ্র সিং ধোনি
Photo -PTI
  • Share this:

#নয়াদিল্লি : আইপিএলের মধ্যেই কোর্টের দ্বারস্থ হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সংবাদ সংস্থা এএনআই-অনুযায়ি অম্রপালি গ্রুপের থেকে ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে মাহির ৷

অম্রপালি গ্রুপ একটি এস্টেট গ্রুপ ৷ ২০০৯ থেকে অম্রপালি গ্রুপের একাধিক বিজ্ঞাপন ও ইভেন্ট এনডর্স করেছেন ৷ এই মুহূর্তে অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে এই গ্রুপ ৷ এই গ্রুপের বিরুদ্ধে ৪৬ হাজার ঘর কিনতে আগ্রহী ক্রেতা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন ৷

আরও পড়ুন - #IPL2019: ম্যাচ তখন শেষ , তারপর দিল্লির কোচ পন্টিং ও সিএসকে-র ওয়াটসন যা করলেন , দেখুন ভিডিও

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই রিয়েল এস্টেট গ্রুপ কে জানানো হয়েছে নিজেদের সমস্ত সম্পত্তি ও যা যা অ্যাসোসিয়েট কোম্পানি আছে তার বিবরণ দিতে ৷

২০১৬ অবধি এই কোম্পানির সঙ্গে চুক্তি ছিল মহেন্দ্র সিং ধোনি-র ৷ আর এদের চ্যারিটেবেল উইংয়ের সঙ্গে যুক্ত ছিলে সাক্ষী ধোনিও ৷

ধোনি কোর্টকে জানিয়েছেন নিজের সার্ভিসের জন্য বকেয়া ৩৮.৯৫ কোটি টাকা পাবেন ৷ মোট টাকা ২২.৫৩ কোটি বকেয়া আর তার ওপর সুদ মিলিয়ে ১৬.৪২ কোটি ৷ ১৮ শতাংশ হারে সুদ ধরা হয়েছে ৷ এমনটাই নিজের বিবৃতিতে জানিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ৷  ইতিমধ্যেই এই কোম্পানির দুই ডিরেক্টর শিব প্রিয়া ও অজয় কুমারকে তদন্তের জন্য ডেকেছেন ৷

 আরও দেখুন

 

 

 

First published: 05:04:39 PM Mar 27, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर