Home /News /sports /

পুণেতেই আজ ঠিক হয়ে যাবে মর্গ্যানের ভবিষ্যৎ রুটম্যাপ

পুণেতেই আজ ঠিক হয়ে যাবে মর্গ্যানের ভবিষ্যৎ রুটম্যাপ

পুণের ম্যাচেই ঠিক হয়ে যাবে মর্গ্যানের ভবিষ্যৎ রুটম্যাপ।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #পুণে :  ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিদেশিদের মধ্যে প্লাজা, বুকেনিয়ার পারফরম্যান্স সন্তোষজনক। আইজল ম্যাচে পয়েন্ট নষ্টের দায় বর্তাচ্ছে কোচের ওপরেই। পুণের ম্যাচেই ঠিক হয়ে যাবে মর্গ্যানের ভবিষ্যৎ রুটম্যাপ। অগোছালো অবস্থাতেই নামতে হয়েছিল আইজল ম্যাচে। হোম ম্যাচে তাই সুবিধে করতে পারেননি দুঁদে সাহেব কোচ। দ্বিতীয় ম্যাচের আগে পরিস্থিতি বদলেছে। বিকল্প বেড়েছে ট্রেভর জেমস মর্গ্যানের হাতে। হোম ম্যাচে পয়েন্ট খুঁইয়ে এমনিতেই চাপে ইস্টবেঙ্গল কোচ। সামনে দুটো অ্যাওয়ে ম্যাচ। পুণের মাঠে ডিএসকে বা গোয়ার মাঠে চার্চিল মানেই শক্ত গাঁট। তবু হাতে আসা বিকল্পগুলোর ওপরেই ভরসা রাখছেন ট্রেভর।

  ডিফেন্সে বুকেনিয়া, স্ট্রাইকিংয়ে প্লাজা ভরসা দিচ্ছে লাল-হলুদকে। হাওকিপ, রবীন সিং-রা আসায় ভারসাম্য বেড়েছে দলের। এই অবস্থায় একটা জয়ই মর্গ্যানকে ফিরিয়ে দিতে পারে চেনা অবস্থানে। সমর্থক থেকে কর্তাদের চাপে এমনিতেই হাঁসফাস অবস্থা। পুণে ম্যাচ বদলে দিতে পারে সবটাই। আরও চাপে পড়বেন সাহেব? না কি চাপ কাটিয়ে উঠে পড়বেন আই লিগের হাইওয়েতে? উত্তর মিলবে উইকএন্ডের বালেওয়াড়িতে।

  First published:

  Tags: East Bengal, Pune, Trevor James Morgan, ইস্টবেঙ্গল

  পরবর্তী খবর