হোম /খবর /খেলা /
ISL চ্যাম্পিয়ন মোহনবাগানের আগামী বছরের জন্য দল গঠন প্রক্রিয়া শুরু

Mohun Bagan Super Giants: আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের আগামী বছরের জন্য দল গঠন প্রক্রিয়া শুরু, দলের এক তারকা বিদেশির বদলে স্ট্রাইকার আনার ভাবনায় ম্যানেজমেন্ট

ISL চ্যাম্পিয়ন মোহনবাগানের আগামী বছরের জন্য দল গঠন প্রক্রিয়া শুরু

ISL চ্যাম্পিয়ন মোহনবাগানের আগামী বছরের জন্য দল গঠন প্রক্রিয়া শুরু

মোহনবাগান সূত্রে খবর, দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই আনোয়ার আলি চূড়ান্ত হয়েছেন আগামী বছরের জন্য।

  • Share this:

কলকাতা: সপ্তাহখানেক আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। এপ্রিলের শুরুতেই এবার টার্গেট সুপার কাপ। তবে এর মধ্যেই নতুন মরশুমের জন্য দল গঠনে হাত দিল সবুজ-মেরুন কর্তৃপক্ষ। মোহনবাগান সূত্রে খবর, দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই স্টপার আনোয়ার আলি চূড়ান্ত হয়েছেন আগামী বছরের জন্য। তবে দলকে চ্যাম্পিয়ন করলেও পরের মরশুমে হয়তো থাকছেন না মোহনবাগানের তারকা মিডফিল্ডার হুগো বুমোস।

মোহনবাগান ক্লাব সূত্রে খবর, সুপার কাপের আগে তিনি দলের বাইরে যাচ্ছেন না। তবে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে খুশি নন। তাই আগামী বছর পরিবর্তনের ভাবনা। আইএসএলে দারুণ পারফর্ম করলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্লাব ছাড়তে হতে পারে বুমোসকে। তবে এই তারকার সঙ্গে দলের দূরত্ব নাকি অনেকদিন আগে থেকেই তৈরি হয়েছে। ফাইনাল ম্যাচের ৮৬ মিনিটের মাথায় বুমোসকে তুলে নেন কোচ ফেরান্দো। তখন দেখা যায়, বুমোস বেশ ক্ষুব্ধ।

আরও পড়ুন- ২০২৪-এ ফের ক্ষমতায় আসবেন মোদি! রাইজিং ইন্ডিয়ার মঞ্চে বিরোধীদের বিঁধে জানালেন অমিত শাহ

কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না তিনি, তা তাঁর বডি ল্যাঙ্গোয়েজ দেখেই স্পষ্ট হয়। ম্যাচ শেষ হওয়ার পর সবুজ-মেরুন ফুটবলাররা যখন সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখনই বুমোসকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে সবুজ-মেরুন মিডফিল্ডার বলেন, ‘‘আমি জানি না কেন আমাকে তুলে নেওয়া হয়েছিল। গোটা মরশুমে ফাইনালে আমি সব থেকে ভাল খেলছিলাম। নিজেকে বেশ ফিট লাগছিল। আমি সেই সময় মাঠ থেকে বেরই হতে চাইনি। তাই কোচের সিদ্ধান্ত একেবারেই মানতে পারিনি।" শুধু তাই নয়, এখানেই থেমে না থেকে হুগো জানিয়েছিলেন, "আমাকে তুলে নেওয়ার কিছু সময় আগেই আমরা সমতা ফিরিয়ে এনেছিলাম। এই সময় আক্রমণ করতে পারলে গোল চলে আসতে পারত। কিন্তু আমাকে তুলে একজন ডিফেন্ডারকে নামানো হল। কেন এই সময় এত রক্ষণাত্মক হয়ে গেলেন কোচ?"

আরও পড়ুন- স্ত্রীর আবদারে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন ভারত অধিনায়ক

জুয়ানের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে নিয়ে আসায় ক্ষুব্ধ এটিকে মোহনবাগান কর্তারা। তবে প্রকাশ্যে কিছু বলতে নারাজ। বুমোসের পরিবর্তে একজন বক্স স্ট্রাইকার খুঁজছে সবুজ-মেরুন শিবির। এই মরশুমে তারকা স্ট্রাইকার না থাকায় সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে। তবে এবার সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইছে মোহনবাগান। সেই জন্যই তারকা স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ফুটবল টিমের কর্তারা। মরশুম শুরু হওয়ার আগেই স্ট্রাইকার নেওয়ার কথা ঘোষণা করা হবে। বাদ যাবেন আরও এক বিদেশি ডিফেন্ডার। সূত্রের দাবি, তিরি যেমন রয়েছেন, তেমনি দলে আছেন স্লাভকো। তবে কাকে বাদ দেওয়া হবে তা এখনও জানা যায়নি। সুপার কাপের পরেই হয়তো চূড়ান্ত হয়ে যাবে বিকল্প বিদেশিদের নাম।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Mohun Bagan, Mohun Bagan SG