#কলকাতা: আজ, সোমবার দেশজুড়ে পালিত হয়েছে খুশির ইদ। খুশির এই দিনে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ছবিও ভারতীয় দলের পেসার মহম্মদ শামি এদিন শেয়ার করেন ৷
Ravi bhai app ki Seviyan ,kheer ,or Mutton biryani maine courier kardia hey Kucch time main pahunch jaega dekhlo app @RaviShastriOfc pic.twitter.com/MZSshUpz3O
— Mohammad Shami (@MdShami11) May 25, 2020
নিজের ট্যুইটার হ্যান্ডেলে শামি এদিন একটি পোস্ট করেন, যেখানে ইদ স্পেশ্যাল সেমাই, ক্ষীর এবং মটন বিরিয়ানির ছবি দেখা গিয়েছে ৷ ছবিগুলি তিনি ট্যাগ করেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীকে ৷ সঙ্গে মজা করে লেখেন, ‘এই সব খাবার আপনাকে কুরিয়র করে পাঠিয়ে দিয়েছি ৷ খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছেও যাবে ৷ দেখে নিন ৷’
করোনার জেরে বিশ্বজুড়ে লকডাউনে এখন বন্ধ ক্রিকেট ৷ বাড়িতে বসে বোরই হচ্ছেন ক্রিকেটাররা ৷ প্রত্যেকেই চাইছেন, যত তাড়াতাড়ি সম্ভব আবার মাঠে ফিরতে ৷ তারই মাঝে খুশির ইদ বাড়িতে পরিবারের সঙ্গে কাটালেন শামি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eid, Mohammed Shami