#বার্মিংহ্যাম: দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে এসেই শামির জীবনে অনেক কিছুই বদল ঘটেছে ৷ স্ত্রী হাসিনের একের পর এক বাউন্সার সামলাতেই হিমশিম খেতে হয়েছে ভারতীয় পেসারকে ৷ মাঝে এমন অবস্থা হয়েছিল, যে শামির কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল ৷ আইপিএলে তাঁকে ছন্দে না পাওয়া গেলেও এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন শামি ৷ প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা তিনি ৷ বিপক্ষের ৩টি উইকেট নিতে সফল শামি ৷
আরও পড়ুন-বিসিসিআই-কে জাল বার্থ সার্টিফিকেট দিয়েছেন শামি ! ফের বিস্ফোরক হাসিন
বুধবার দিনের শুরুতে ইংল্যান্ড ওপেনার অ্যালিস্টার কুককে আউট করা গেলেও অধিনায়ক জো রুটের ব্যাটে ভর করে বেশ কয়েকটা সেশন দাপট ধরে রেখেছিল ইংল্যান্ড ৷ তবে এর মধ্যেই অবশ্য জেনিংস এবং মালানের উইকেট তুলে নেন মহম্মদ শামি ৷ তাঁর নিখুঁত ইনকাটার বুঝতে পারেননি দুই ইংলিশ ব্যাটসম্যানই ৷ উইকেট পাওয়ার পাশাপাশি গোটা দিন নিখুঁত লাইন-লেংথে বল করে গিয়েছেন শামি ৷ নিজের প্রত্যাবর্তন সম্পর্কে ভারতীয় পেসার বলেন, ‘‘ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব এবং তার পরে সুস্থ হয়ে নেটে নিজেকে নিংড়ে দিয়েছিলাম। তার ফলে ফের ছন্দে ফিরেছি। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরে ব্যক্তিগত সমস্যা সামনে এসেছিল। তা নিয়ে অনেক লড়াই করতে হয়েছে । কিন্তু তার প্রভাব কখনই ক্রিকেটে পড়েনি। ব্যক্তিগত সমস্যা ছাপ ফেলেনি ক্রিকেটে। কারণ ক্রিকেট আমার ভালবাসা। অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। তারই ফল মিলছে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind-Eng Series, India, Indian Cricket Team, Indian Pacer, Mohammad Shami