#কলকাতা: শামির চুক্তি জট কাটাতে হাসিনের সাহায্য চায় পরিবার। পরকীয়া বোমার মধ্যে বন্ধুত্বের সেই হাত পেতে হাসিনের আইনজীবীর সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলল শামির পরিবার। পরিবারের দাবি, হাসিন অভিযোগ প্রত্যাহার করলে শামির সঙ্গে চুক্তি করতে পারে বোর্ড। তবে সন্ধির কোনও ইঙ্গিত নেই। কারণ, আগামী ১৯ মার্চ গোপন জবানবন্দী দিতে চলেছেন হাসিন জাহান।
টানটান এক সপ্তাহ। পরকীয়া ইস্যুতে স্ত্রী হাসিন জাহানের ইয়র্কারে বোল্ড ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি। প্রশ্নের মুখে থাকা মহম্মদ শামির ভবিষ্যতকে ফের মূলস্রোতে ফেরাতে মঙ্গলবার অবশেষে রফার রাস্তায় হাঁটার ইঙ্গিত দিল শামির পরিবার। গত মঙ্গলবার হাসিনের অভিযোগ প্রকাশ্যে আসতেই, মহম্মদ শামিকে বোর্ডের চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়। বিবৃতি না দিলেও বোর্ড কার্যত বুঝিয়ে দেয়, গায়ে কালি লাগা কোনও ক্রিকেটারের ক্রিকেট সেন্টারে ঠাঁই নেই। বিপদ বাড়ছে বুঝেই এদিন কলকাতায় শামির পরিবারের দাবি-
পরিবার এই দাবি করলেও শামির বিরুদ্ধে অবস্থানে এখনও অনড় হাসিন। যা স্পষ্ট হাসিনের আইনজীবীর ইঙ্গিতেও। কারণ, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। এমনকী, আগামী ১৯ মার্চ গোপন জবানবন্দী দিতে আলিপুর আদালতে হাজিরও থাকবেন হাসিন। তার জন্য প্রয়োজনীয় মেডিক্যাল টেস্টও তাঁর হয়েছে। এরসঙ্গেই এদিন নিরাপত্তা চেয়ে কলকাতা পুলিশের কাছে আর্জি জানিয়েছেন হাসিন জাহান। এসবের মধ্যেই মেজাজ হারিয়ে বচসায় জড়ালেন সংবাদমাধ্যমের সঙ্গে। কারণ, তাঁর ব্যক্তিগত জীবন তছনচ হয়ে গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, BCCI Contract, Hasin Jahan, Mohammad Shami