#পাল্লেকেলে: শ্রীলঙ্কায় ইতিমধ্যেই পরপর দুটি টেস্ট জিতে সিরিজ জেতা সম্পূর্ণ কোহলি ব্রিগেডের ৷ পাল্লেকেলেতে শনিবার থেকে শুরু হওয়া তৃতীয় টেস্ট এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ৷ টেস্টের আগের দিন বৃষ্টিতে প্র্যাকটিস হয়নি ৷ স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েও বিপদে পড়তে হল মহম্মদ শামিকে ৷ যেখানে গিয়েছিলেন সেখানে কোনও বিপদ না হলেও পরে সোশ্যাল মিডিয়ায় চরম অস্বস্তিতে পড়তে হল বাংলার এবং ভারতীয় দলের পেসারকে ৷ ছবি পোস্ট করতেই ব্যাপকভাবে ট্রোলড শামি !
কেন কী এমন ছবি দিলেন শামি ? যাতে এমনভাবে ‘ট্রোলড’ হতে হল তাঁকে ! শামি, ঋদ্ধিমান, কুলদীপরা সপরিবারে গিয়েছিলেন অশোকবনে ঘুরতে ৷ সেই অশোকবন, যেখানে সীতাকে অপহরণ করে নিয়ে গিয়ে রেখেছিল রাবণ ৷ সেখানের বেশ কয়েকটি জায়গার ছবি ট্যুইটারে পোস্টও করেন তিনি ৷ ব্যস সেটা করেই যেন চরম দোষ করে ফেলেছেন ভারতীয় দলের পেসার ৷ একে একে তাঁর উদ্দেশ্যে ভেসে নানারকম মন্তব্য ৷
কেউ কেউ মন্তব্য করেন, ‘‘ অশোকবনে এবার মুসলিমের প্রবেশ, ইসলাম ক্ষমা করবে তো ?’’ অনেকে লেখেন, ‘‘ অশোকবনে এসেছেন শামি, আপনার ফতোয়ায় হয়তো অভ্যাস হয়ে গিয়েছে.... ৷ ’’... ‘‘ আবার সমস্যায় পড়তে চলেছে ইসলাম....’’ এমন কথাও লেখা হয়েছে ৷ তবে অনেকেই আবার শামির প্রশংসাও করেছেন ৷ ট্যুইটগুলি দেখে নিন নীচে....
Indiateam arrived Ashok Vatika is the place where Ravana kept the Sita captive.Ashok Vatika is a garden in the Sita Eliya in SriLanka @BCCI pic.twitter.com/3bd0rezspJ
— Mohammed Shami (@MdShami11) August 11, 2017
एक दुसरे के मज़हब का आदर करना चाहिए अगर सीता मय्या नहीं बोल सकते तो फिर मोहम्मद SW केआगे साहब लगाने की उम्मीद करना बेकार हे — KhurramMoin Advocate (@KHURRAMMOIN1) August 11, 2017
Indiateam arrived Ashok Vatika is the place where Ravana kept the Sita captive.Ashok Vatika is a garden in the Sita Eliya in SriLanka @BCCI pic.twitter.com/3bd0rezspJ — Mohammed Shami (@MdShami11) August 11, 2017
Very good bhai बस उन कट्टर मुस्लिम से बच कर जो अन्य धर्मों के विरोधी हैं वो आपको फतवा भी भेज सकते हैं — fan of Bhagat singh (@infinitiveloveu) August 11, 2017
@anantha4500 @BCCI Shami knows his ancestors were Hindus and he is proud of his heritage. #respect— Karan Raina (@Karanraina88) August 11, 2017
फिर खतरे में पड़ने वाला है इस्लाम