#কলকাতা: সামনেই এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ ফিট নন মহম্মদ শামি। ভারতীয় পেসারকে দ্রুত ফিট করে তুলতে মরিয়া ফিজিও অ্যান্ড্রু লিপাস। বোর্ডের নির্দেশে মঙ্গলবার থেকেই কলকাতায় শামিকে নিয়ে অনুশীলন করছেন তিনি। মঙ্গলবার সল্টলেকের ভিডিওকন মাঠে অনুশীলনের পর শুক্রবার মোহনবাগান মাঠে ফিটনেস ট্রেনিং করলেন শামি। এদিন হালকা দৌড় ছাড়াও বোলিং করেন বঙ্গ পেসার। মূলত লম্বা স্পেলে বল করতে হাঁটুতে সমস্যা হচ্ছে শামির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andrew Leipus, Cricket, Kolkata, Mohammad Shami, Rehab