নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজ শুরু হয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এদিন টস হারেন। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম সেশনেই দেখা গেল মহম্মদ শামির আগুনে বোলিং।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যাটার ডেভিড ওয়ার্নারকে 'ম্যাজিক ডেলিভারি'তে ক্লিন বোল্ড করেন শামি। অনেকেই বলছেন, শামির এই ডেলিভারি গত একশো বছরের মধ্যে সেরা।
মহম্মদ শামির সেই ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। মহম্মদ শামির এই বল দেখে অনেকের মনে হয়েছিল, এটা শতাব্দীরসেরা বল। মহম্মদ শামির এই বলের সামনে দাঁড়িয়ে ডেভিড ওয়ার্নারের কিছুই করার ছিল না। মহম্মদ শামির সেই ডেলিভারি ডেভিড ওয়ার্নারের স্টাম্প উড়িয়ে দিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন- বড় স্কোরের সুযোগ হাতছাড়া, রঞ্জি সেমিতে বাংলার প্রথম ইনিংস শেষ ৪৩৮ রানে
অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৫ বলে এক রান করে আউট হন। অস্ট্রেলিয়ান ইনিংসের তৃতীয় ওভারে মহম্মদ শামি বোলিং করতে এসেছিলেন। তখন ডেভিড ওয়ার্নার স্ট্রাইকে ছিলেন। মহাম্মদ শামি তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্ড ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার কিছু বুঝে ওঠার আগেই বল স্টাম্প উড়িয়ে দেয়।
আরও পড়ুন- জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে নাগপুরে কুপকাত অস্ট্রেলিয়া, ম্যাচের রাশ ভারতের হাতে
টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বরাবরই এদেশের মাটিতে লড়াই করেছে। ছয় বছর পর ভারতের মাটিতে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ হচ্ছে। ২০১৭ সালে ভারতে খেলা শেষ চার ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। অস্ট্রেলিয়া শেষবার ২০০৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, Mohammad Shami