হোম /খবর /খেলা /
বাংলার পেসার গুজরাতের ভরসা! এবারও আইপিএলে 'এক্স ফ্যাক্টর' মহম্মদ শামি

বাংলার পেসার গুজরাতের ভরসা! এবারও আইপিএলে 'এক্স ফ্যাক্টর' মহম্মদ শামি

Mohammad shami: গুজরাত টাইটান্স তাঁকে ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল।

  • Share this:

কলকাতা: বাড়ি তাঁর উত্তরপ্রদেশে। কিন্তু তিনি বাংলারই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে তিনি বরাবর বাংলাকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। দেশের জার্সিতে হোক বা আইপিএলের দলের হয়ে, মহম্মদ শামি বরাবর ভরসাযোগ্য বোলার।

গুজরাত টাইটান্সে শামি-

এবার আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলবেন মহম্মদ শামি।আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) মহম্মদ শামিকে (Mohammed Shami) ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাত টাইটান্স। যে কোনও দিন যে কোনও ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন শামি।

আরও পড়ুন- মাথায় হাত কেকেআরের, চোটের জন্য অপারেশন করাতেই হচ্ছে শ্রেয়সকে, মিস হবে কী কী

চোট-আঘাত, স্ত্রীর সঙ্গে সমস্যা। একের পর এক সমস্যায় গত় কয়েক বছরে বারবার জেরবার হয়েছেন শামি। তবে বারবারই সমস্যা কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। গুজরাত টাইটান্সের পেস অ্যাটাকের দায়িত্বে থাকবেন শামি। গতবারই প্রথম আইপিএলে খেলেছে গুজরাত টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথমবারই বাজিমাত করেছে গুজরাত টাইটান্স।

আইপিএলে শামির পারফরম্যান্স-

এখনও পর্যন্ত আইপিএলে মোট ৯৯টি উইকেট পেয়েছেন শামি।২০২১ আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় ৫ নম্বরে শেষ করেছিলেন শামি। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার আইপিএল খেলেন তিনি। ২ বছর কেকেআরের জার্সিতে খেলেন তিনি।  ২০১৪-তে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেন তিনি।

আরও পড়ুন- বাংলার শাহবাজেই বিরাট ভরসা রাখেন কোহলি! আইপিএলে ফের জ্বলে উঠতে চান

২০১৯ সালে শামি পঞ্জাব কিংস-এ যোগ দেন। আইপিএলে এখনও পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন শামি। শেষ তিন বছরে শামির ়পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তাই শেষবেলায় হলেও শামিকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় গুজরাত টাইটান্স। আর গুজরাতের ট্রফি জয়ের পিছনে বাংলার পেসারের অবদানও ছিল গুরুত্বপূর্ণ।

Published by:Suman Majumder
First published:

Tags: Mohammad Shami