#কলকাতা: হাসিন কাণ্ডের পর খেলা চালিয়ে যেতে পারলেও সমস্যা পিছু ছাড়ছে না মহম্মদ শামির ৷ হাসিনের করা চেক বাউন্স মামলা নিয়ে এখনও চাপে ভারতীয় পেসার ৷ আগামী ১৪ নভেম্বর এই মামলায় শামিকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত ৷
হাজির না দিলে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ এমনই নির্দেশ আলিপুর সিজেএম আদালতের ৷ আজ, বৃহস্পতিবারই শামির সশরীরে হাজিরার কথা ছিল আদালতে ৷ কিন্তু তাসত্ত্বেও আসেননি তিনি ৷ শামির আইনজীবীই তাঁর অনুপস্থিতির কথা জানান ৷ বিষয়টা যে আদালত মোটেই ভাল চোখে দেখেনি ৷ তা বলাই বাহুল্য ৷ পরবর্তী হাজিরার তারিখে শামির উপস্থিতি এখন তাই বাধ্যতামূলক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cheque Bounce Case, Mohammad Shami