• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • গলি থেকে রাজপথে ওঠার বন্ধুকে ভুলতে পারেননি আজহার

গলি থেকে রাজপথে ওঠার বন্ধুকে ভুলতে পারেননি আজহার

পুরনো বন্ধু নিয়ে হঠাৎ নস্টালজিক আজহার

পুরনো বন্ধু নিয়ে হঠাৎ নস্টালজিক আজহার

এটিআই ৬৮৩৪, নম্বরের বাজাজ স্কুটারটিতে বসে আছেন আজহারউদ্দিন। স্কুটারের বসে বেশ কিছু ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন। মডেল পুরানো হলেও বেশ যত্ন করে এই স্কুটারটিকে রেখে দিয়েছেন আজহার

 • Share this:

  #হায়দরাবাদ: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বড় ব্যাটসম্যান একাধিক এসেছেন। কিন্তু স্টাইলিশ ব্যাটসম্যানদের তালিকা করতে বসলে সবার ওপরে নাম থাকবে মহম্মদ আজহারউদ্দিনের। কব্জির মোচড় সহজে কী ভুলতে পারা যায় ? একাধিক দামি গাড়ি যাঁর গ্যারেজে, সেই মানুষটা সম্প্রতি একটা ছোট জিনিস নিয়ে নস্টালজিক হয়ে পড়েছেন।

  ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মানা হয় মহম্মদ আজহারউদ্দিনকে। বর্তমানে স্মৃতির পাতায় ডুব দিয়েছেন ভারতের প্রাক্তন এই ব্যাটসম্যান। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো ব্যাটের ছবি পোস্ট করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন- ‘এই ব্যাট দিয়েই, আমি ৮৪-৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৩টি টেস্টে শতরানের বিশ্ব রেকর্ড গড়েছিলাম। এই ব্যাট দিয়ে একটা মরশুমে আমি ৮০০-র বেশি রান করেছিলাম। আমার দাদুর বেছে দেওয়া সেই ব্যাট।’

  এবার আরও একটি ছবি পোস্ট করলেন আজহারউদ্দিন। সেটি একটি স্কুটারের ছবি। এটিআই ৬৮৩৪, নম্বরের বাজাজ স্কুটারটিতে বসে আছেন আজহারউদ্দিন। স্কুটারের বসে বেশ কিছু ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন। মডেল পুরানো হলেও বেশ যত্ন করে এই স্কুটারটিকে রেখে দিয়েছেন আজহার। কিন্তু কেন? আসলে এই স্কুটারটিতে চড়েই সাফল্যের শিখরে পৌঁছেছিলেন আজহার। এই স্কুটারের সঙ্গে তাঁর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। বলা যেতে পারে এটাই হল আজহারের সেই বন্ধু যার পিঠে চড়ে এক সাধারণ ক্রিকেটার থেকে ভারতের সফলতম অধিনায়ক হয়ে উঠেছিলেন।

  নিজের সেই পরম বন্ধুকে তাই যত্ন করে নিজের বাড়ির গ্যারেজে সাজিয়ে রেখেছেন তিনি। আজও তাঁর হেডলাইটে লেখা রযেছে আজহার। আজও এই স্কুটারটিতে চড়ে ঘুরে বেড়ান আহজারউদ্দিন। তিনি এই ছবি পোস্ট করে একটি চমৎকার ক্যাপশনও দিয়েছেন। আজহার লিখেছেন,‘আমার জীবনের প্রথম দিনগুলির স্মৃতি, যখন আমি আমার প্রতিভার স্বীকৃতি হিসাবে এই স্কুটারটি পেয়েছিলাম। তখন হাঁটার তুলনায় বা স্টেডিয়ামে অনুশীলনে পৌঁছানোর জন্য কয়েক ঘণ্টা মাইলের পর মাইলের সাইকেল চালানোর সেই ভাগ্যবান দিনের তুলনায় এটি একটি দুর্দান্ত বিলাসিতা ছিল।’

  আজহার এই মুহূর্তে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। দায়িত্ব বেড়েছে। কিন্তু ক্রিকেটার আজহারের স্মৃতি যে আজও অমলিন। সেই স্কুটার স্মৃতি বহন করে চলেছে।অজানা , অচেনা ক্রিকেটার থেকে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে ওঠার কাহিনী ওই স্কুটার বিলক্ষণ জানে।

  Published by:Rohan Chowdhury
  First published: