হোম /খবর /খেলা /
আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মিতালির ৭০০০ রান! মহিলাদের মধ্যে তিনিই প্রথম

আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মিতালির ৭০০০ রান! মহিলাদের মধ্যে তিনিই প্রথম

Mithali Raj First Cricketer To Score 7000 Runs In Women's ODIs

Mithali Raj First Cricketer To Score 7000 Runs In Women's ODIs

ফের এক রেকর্ডে নিজের নাম লেখালেন টিম ইন্ডিয়ার ওয়ান-ডে ক্যাপ্টেন৷ যা এর আগে কোনও মহিলা ক্রিকেটার করতে পারেননি৷ মিতালি এদিন বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচে ৭০০০ রান পূরণ করলেন৷

  • Last Updated :
  • Share this:

#লখনউ: ঠিক দু'দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন মিতালি রাজ (Mithali Raj)৷ ভারতের প্রথম ও বাইশ গজের দ্বিতীয় মহিলা হিসাবে এই অনন্য নজির গড়েন তিনি৷

রবিবাসরীয় সকালে ফের এক রেকর্ডে নিজের নাম লেখালেন টিম ইন্ডিয়ার ওয়ান-ডে ক্যাপ্টেন৷ যা এর আগে কোনও মহিলা ক্রিকেটার করতে পারেননি৷ মিতালি এদিন বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচে ৭০০০ রান পূরণ করলেন৷ দেশের হয়ে কেরিয়ারের ২১৩ নম্বর ওয়ান-ডে ম্যাচে মিতালি এই মাইলফলক স্পর্শ করলেন৷ মিতালিই মহিলাদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচে ৬০০০ রান করেছিলেন৷

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ান-ডে ম্যাচ খেলছে ভারত৷ এই ম্যাচে নামার আগে মিতালি ৭ হাজার আন্তর্জাতিক ওয়ান-ডে রান থেকে মাত্র ২৬ রান দূরে ছিলেন৷ মিতালি ৭১ বলে ঝকঝকে ৪৫ রানের ইনিংস খেলে সাত হাজারি ক্লাব খুললেন৷

৩৮ বছরের মিতালি ১৯৯৯ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন৷ ২২ বছরের ক্রিকেট কেরিয়ার তাঁর৷ বাইশ গজে হাতে গোনা মহিলা ক্রিকেটার আছেন, যাঁদের পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে গড় পঞ্চাশের ওপর৷ সেই তালিকায় আছেন মিতালিও৷ মিতালির ৭টি সেঞ্চুরি ও ৫৪টি অর্ধ-শতরান রয়েছে৷ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস রয়েছেন মিতালির পরেই৷ তিনি ওয়ানডে ফর্ম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক৷ ১৯১ ম্যাচে ৫৯৯২ রান করেছিলেন৷ এই মুহূর্তে যাঁরা ব্যাট করছেন তাঁর মধ্যে মিতালির পরে নাম আসতে পারে নিউজিল্যান্ডের সুজি বেটসের৷ ১২৫টি ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ৪৫৪৮ রান৷

মিতালি এখনও পর্যন্ত দেশের হয়ে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন৷ ৬৬৩ রান রয়েছে তাঁর ঝুলিতে৷ এমনকী ডাবল সেঞ্চুরিও (২১৪) করেছেন যোধপুরের কন্যা৷ ৮৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা মিতালি করেছেন ২৩৬৪ রান৷
Published by:Subhapam Saha
First published: