#সাউদাম্পটন: অবশেষে শাপমোচন। বিশ্বজয়ের স্বাদ নিতে পারে না নিউ জিল্যান্ড, এই অপবাদ অবশেষে আবর্জনার স্তুপে ছুড়ে ফেলে দিল ব্ল্যাক ক্যাপরা। ভারতীয় দলের জীর্ণ ব্যাটিংয়ের সুযোগ নিয়েই যোগ্য দল হিসাবে টেস্ট বিশ্বকাপের ট্রফি নিয়ে গেল নিউ জিল্যান্ড। তবে শুধু ব্য়াটিংয়ে নয়, ফিল্ডিংয়েও এদিন ভারতীয় দলের পারফরম্যান্স ছিল বেশ খারাপ। আর বিরাট, রোহিতদের হতশ্রী পারফরম্যান্সের জেরেই বিশ্বজয়ীর শিরোপা নিল কেন উইলিয়ামসনরা।
ফাইনালে হারের যন্ত্রণা নিউ জিল্যান্ড পেয়েছিল দু বছর আগেই। ২০১৯ একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে ইংল্যান্ডের কাছে হেরেছিল কিউয়িরা। যদিও ইংল্যান্ডের জয় নিয়ে অনেক প্রশ্ন ছিল। নিউ জিল্যান্ডের হার যেন কিছুতেই মানতে পারছিলেন না আপামর ক্রিকেটভক্তরা। দুবছরের মাথায় সেই ইংল্যান্ডের মাটিতেই টেস্ট বিশ্বকাপ জিতল কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড। ঠিক যেন শাপমোচন।
TEAM FIRST. There are 15 players here but 22 players have represented the team during #WTC21.
Astle Blundell Boult Conway De Grandhomme Ferguson Henry Jamieson Latham Mitchell Nicholls Patel Phillips Raval Santner Somerville Southee Taylor Wagner Watling Williamson Young pic.twitter.com/UrqD6uOa5T — BLACKCAPS (@BLACKCAPS) June 23, 2021
Missed being 50-over champions 2 years ago in the same country, but winning the inaugural World test Championship in style, many congratulations @BLACKCAPS , absolutely worthy champions. Happy for Kane Williamson and @RossLTaylor #INDvNZ pic.twitter.com/TNnkLvaMsO
— Virender Sehwag (@virendersehwag) June 23, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।