হোম /খবর /খেলা /
ক্রিকেট বিশ্বে এই প্রথম অনলাইন কোচ! অবাক কাণ্ড ঘটাতে পারে পাকিস্তান

ক্রিকেট বিশ্বে এই প্রথম অনলাইন কোচ! অবাক কাণ্ড ঘটাতে পারে পাকিস্তান

Mickey Arthur online coach: অনলাইন কোচ! তাও আবার ক্রিকেটে! সে আবার কী!

  • Share this:

করাচি: পাকিস্তান ক্রিকেট দল মাঠে খেলার জন্য এবং মাঠের বাইরে একের পর এক সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রায়ই হাসির পাত্র হয়ে ওঠে। কিন্তু এবার এমন সিদ্ধান্ত নিচ্ছে পিসিবি, যা শুনে অবাক হতে হবে। মিকি আর্থারকে পাকিস্তান দলের অনলাইন কোচ হিসেবে নিয়োগ করতে চলেছে পিসিবি।

যদিও বোর্ডের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে পাকিস্তানের মিডিয়া অনুযায়ী, পিসিবি আর্থারকে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে রাজি হয়েছে।

পাকিস্তানের প্রধান কোচ সাকলাইন মুশতাককে বদলে দিতে গত কয়েকদিন ধরেই নতুন কোচের খোঁজে ছিল পিসিবি। সেই জন্য মিকি আর্থারের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান বোর্ড।

আরও পড়ুন- বিশ্বজয়ী দলের ক্রিকেটারকে নিয়ে তাঁরই শহরে নেই কোনও উচ্ছ্বাস, উন্মাদনা! 

মিকি আর্থার বর্তমানে ডার্বিশায়ারের প্রধান কোচ। ২০২৫ সাল পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন তিনি। ফলে পিসিবি চাইছে, আর্থার যেন অনলাইনে পরিষেবা দেন পাকিস্তান দলকে। তিনি খেলোয়াড়দের অনলাইনে প্রশিক্ষণ দেবেন।

পাক মিডিয়া জানাচ্ছে, পিসিবির বারবার অনুরোধের পর অবশেষে পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন আর্থার। এর আগে আর্থার কোচিং করতে অস্বীকার করেছিলেন। অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি থাকতে পারে পিসিবির সঙ্গে।

এমনটা সত্যি হলে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো দল তাদের প্রধান কোচের কাছ থেকে অনলাইনে কোচিং নেবে। এর আগে সারা বিশ্বের ক্রিকেট বোর্ডগুলো অনলাইনে তাদের সভা পরিচালনা করলেও প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক দল ভিডিও কলের মাধ্যমে প্রধান কোচের কাছ থেকে কোচিং নেবে।

আরও পড়ুন- ভিভের সঙ্গে নীনার দেখা করিয়েছিলেন রানী! তার পর দুজনের প্রেম আর বাঁধ মানেনি

এর আগে পিসিবি এক বিবৃতিতে বলেছিল, "ডার্বিশায়ারের সঙ্গে মিকির দীর্ঘমেয়াদী চুক্তির কারণে আমরা মিকির থেকে অনলাইন পরামর্শ চেয়েছিলাম। সেই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।"

Published by:Suman Majumder
First published:

Tags: Pakistan, PCB